নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

বাল ছাল আবালের গল্প

১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

বাল ছাল আবাল



সংখ্যাটা নেহাত কম নয়। গতকাল আমার এক কলিগ বলিতে ছিল, ঢাকা থেকে মানুষ সব চলে গেছে আছে তাই জ্যাম কম। যতটুকু আছে গরুর কারণে। কারণ কোরবানির জন্য গরুর এসেছে ঢাকায়। সত্য বলেছে। এখন ঢাকায় যারা আছে তারা সব গরু।

ধান ভানতে শীবের গীত। না হয় গাইলাম। পাকিস্তানি মালালা মুসলিম নয়, খ্রীস্টান। তার জন্ম পাকিস্তানে নয়। এমন একটি খবরকে শিরোনাম ধরে কতগুলো বাল ছাল আবাল লাফাচ্ছে। সেই কলিগ আমাকে প্রথম সংবাদটি গতকালই বলেছিল। মালালাকে নিয়ে যা হচ্ছে তাতে এইসব লোকগুলো খুবই উত্ফুল্ল বলে মনে হইতেছে। কিন্তু কি কারণে উত্ফুল্ল তা বেশ দুর্ভেদ্য। মালালাকে নিয়ে যে সংবাদটি প্রচার পেয়েছে তা আদৌ সত্য নয়। এটি ছাপানো পত্রিকা ডন নিজেই উল্লেখ করেছে। তাদের একটি ব্লগে কোন একজন মানে আমার মত কেউ লিখেছে। এটাকে তার অনেকটা প্যারোডি হিসেবে ছেপেছে। নিউজের গুরুত্বটা ছিল, কোন কিছুু না করেই মালালার নাম নোবেল তালিকায় ওঠে। নোবেল তালিকায় ওঠা নিশ্চই হাস্যকর। যেমন ক্ষমতায় আসার পর ওবামা নোবেল পেয়েছিল।

আবার যদি ঘটনাটা সত্য হয় যে সাজানো নাটক। পৃথিবীর অনেক মানুষ গায়ে আগুন দিয়ে মরে যায়। কিন্তু সবাই নিশ্চয়ই জানেন ২০১১ সালে তিউনিশিয়ায় এক সব্জি বিক্রেতা এই কাজটি করে সরকারকে ধসিয়ে ফেলেছে। মালালার নাটকের চেয়ে যারা গুলি করেছে মানে তালেবান বা মৌলবাদিরা দ্বন্দ্বটা সেখানেই। মৌলবাদিরা এখনো মালালাকে হত্যা করতে চায়। কেন? কিসের জন্য? নিশ্চয়ই ধর্ম রক্ষার জন্য।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: লম্বা একটা ঘুম দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.