![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিসেম্বর জুড়ে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে। রাজনীতিকদের হরতাল অবরোধ সমানে চলেছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। জনগণ মুতে দিয়েছে। তারা খেতে পারছিল না। ঘুমাতে পারছিল না। পোয়াতি স্ত্রীদের সন্তার প্রসব হচ্ছিল। সমস্যা ছিল তাদের একটিই, আন্তর্জাতিক মানের নির্বাচন চাই। আর কতগুলো রাজাকার জানোয়ার উল্লাসে ফেটে পড়ে পেট্রোল নিক্ষেপ করে হামলা করছে।
এখন ডিএমপি বলছে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার্থীদের নিরাপত্তা দেবে। ওইখানে জানোয়ার রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ীদের বাচ্চারা পড়ে। তাই তাদের নিরাপত্তা অনেক বেশী জরুরি। খালেদা আর হাসিনা তো তাদের নিরাপত্তা দেবে। জনগণও তাই নাচে। তারা বাচলেই তো তাদের পোয়াতি স্ত্রী সন্তান প্রসব যন্ত্রণা কেটে যাবে।
এখানে দেখুন
©somewhere in net ltd.