![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্ভবত চাইম ব্যান্ড মানে খালিদের গান। ও আমার হাসের ছাও রে, হাটে যাবো নাইয়েল নিয়ে
এই গানগুলো কোন অ্যালবামের। ইউটিউবে কি পাওয়া যায়। যদি যায় কেউ কি লিঙ্ক দিতে পারবেন। স্ত্রীর সামনে এই গান দুটি গাইলে সে বলে আমি বানিয়ে গান গাইছি। আমি বলেছি তোমার বয়স কম থাকায় শোনোনি। আমি প্রমাণ দেখাবো। কিন্তু গত একমাস ধরে কোথাও খুজে পাচ্ছি না। কারো জানা থাকলে প্লিজ হেল্প করেন। খুবই প্রেজটিজিয়াস ব্যাপার।
১৬ ই জুন, ২০১৪ রাত ৮:২৫
ইম্কাপণ বলেছেন: থ্যাঙ্ক ইউ। অন্যটি পেলে খুসি হব।
১৬ ই জুন, ২০১৪ রাত ৮:২৮
ইম্কাপণ বলেছেন: ভাইজান ডাউনলোড হয়না কেন?
২| ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪০
হেল্পফুল হাব বলেছেন: যদি সমস্যা হয় তাহলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার(IDM) দিয়ে ডাউনলোড করেন। গানটি প্লে করলেই আলাদা একটি ডাউনলোড লিঙ্ক দেখাবে। তাতে ক্লিক করলেও ডাউনলোড হবে। যদি শেষ পর্যন্ত নাই পারেন তাহলে একটু অপেক্ষা করেন আমি অন্য কোথাও আপলোড করে দিচ্ছি।
১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩
ইম্কাপণ বলেছেন: আপনার সব চেষ্টাই আমি ব্যর্থ হয়েছি। পারলে ইউটিউবে দিন। সেখানে গানটি নেই। আমাকে দয়া করে একটু লিঙ্কটা দিয়েন।
৩| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:০২
হেল্পফুল হাব বলেছেন: মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। আশা করি [link|http://www.mediafire.com/download/vo5snc9kx3fig2l/O+Amar+Haser+Chaore.Chime+[helpfulhub.com].mp3|এখান থেকে ] ডাউনলোড করতে কোনো সমস্যা হবার কথা না।
১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
ইম্কাপণ বলেছেন: ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্য গানটা পেলে একটু দিয়েন।
৪| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৫
মোগল সম্রাট বলেছেন: আমিও ডাউনলোড করছি...............
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৪ রাত ৮:১১
হেল্পফুল হাব বলেছেন: আপাতত "ও আমার হাসের ছাও রে " গানের লিঙ্কটি দিলাম। অন্যটা খুঁজে পেলে জানিয়ে দিব।
যে কোনো প্রশ্ন বা হেল্প এর দরকার হলে প্রশ্ন করতে পারেন বাংলাদেশের সর্বপ্রথম প্রশ্নোত্তরভিত্তিক ওয়েবসাইট হেল্পফুল হাব এ।