নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rebel Monwar

আমি বিদ্রোহী

রিবেল মনোয়ার

JOURNALIST

রিবেল মনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেন নি ওয়ার্সি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

আসলে বিদেশী শক্তিগুলো যখন যদিকে বৃষ্ঠি সেদিকে ছাতা ধরতে ওস্তাদ। তাই শাহবাগের আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেন নি ওয়ার্সি





আমাদের এক সহকর্মী জানিয়েছেন (বাংলানিউজে প্রকাশিত) বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধীদের যে বিচারকার্য চলছে তা যুক্তরাজ্যও সমর্থন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সি।



সোমবার রাজধানীর গুলশান-১ এ যুক্তরাজ্য ভিসা সেন্টারে নতুন ভিসা প্রকল্পের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।



ওয়ার্সি বলেন, “যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে বিচার চলছে যুক্তরাজ্য চায় তা চলুক। তবে অবশ্যই এ বিচার হতে হবে স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য। যদি এ বিচার ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়, তবে তা হবে খারাপ। যুক্তরাজ্য সবসময়ই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।”



আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “২০০৮-এ যে ধরনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করেছিল। যুক্তরাজ্য চায় আগামী নির্বাচনও ঠিক ওইরকমই গ্রহণযোগ্য হবে।”



হরতাল নিয়ে তিনি বলেন, “প্রতিটি মানুষের অধিকার রয়েছে স্ট্রাইক করার, প্রতিবাদ জানানোর। তেমনি প্রতিটি মানুষের অধিকার রয়েছে কর্মস্থলে নিরাপদে গমন করে তার পরিবারের জন্য উপার্জন করার।”



শাহবাগের আন্দোলন নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেন নি।



লিংক

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

একিউমেন বলেছেন: শাহবাগের আন্দোলন আমাদের চমৎকৃত করে: ওয়ার্সি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

রিবেল মনোয়ার বলেছেন: ভালো তিনি প্রথম আলোকে বললেন। সবাইকে বলেননি। ধন্যবাদ লিংক শেযার কার জন্য।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

কলাবাগান১ বলেছেন: বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার প্রমান, দৈনিক সংগ্রামে বিচার কার্যাবলীর দৈনন্দিন কার্যক্রমের ট্রান্সক্রিপ্ট সরাসরি পাবলিশ হওয়া...


এই রাজাকাররা যখন ১৯৭১ এ আমাদের ভাই বোন মাদেরকে মেরেছিল, তখন বিচার কার্যক্রমের ট্রানক্রিপ্টতো দুরের কথা, কারো কি বিচার করে মেরেছিল???

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

রিবেল মনোয়ার বলেছেন: অবশেষে বললেন তিনি ‘অহিংস আন্দোলনের দৃষ্টান্ত শাহবাগ’

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.