নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ফটোগ্রাফি
নভেম্বরের ১ তারিখ বাংলাদেশের শীর্ষ আইটি প্রতিষ্টান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড ( অরেঞ্জবিডি) তে চিফ অপারেটিং অফিসার জয়েন করি। আমার মনে হয়েছে যে বাংলাদেশে মানসম্পন্ন প্রশিক্ষণ জরুরী।আমি নিজে শখের ফটোগ্রাফার। ক্যানন ৬০০ ডি ব্যবহার করি। অনেক ছবি তুলেছি কিন্ত দেখলাম মানসম্পন্ন ছবি হচ্ছেনা।
ফটোগ্রাফির এ টু জেড হাতে কলমে শেখার সুযোগ তৈরি করেছে অরেঞ্জ ইনস্টিটিউট অব প্রফেশনাল ট্রেনিং (ওআইপিটি)। সাফল্যের সাথে প্রথম ব্যাচের ইতোমধ্যে চলছে। ১৫ জানুয়ারি, ২০১৫ থেকে শুরু হচ্ছে ফটোগ্রাফি কোর্সের দ্বিতীয় ব্যাচ।
রাজধানীর কাওরানবাজারে সুসজ্জিত মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রয়োজনীয় কম্পিউটার ও সফটওয়্যারের মাধ্যমে ফটোগ্রাফি শেখানো হবে।
বাংলাদেশে ফটোগ্রাফি চর্চা এখন প্রাতিষ্টানিক রুপ পেয়েছে। প্রফেশনাল ফটোগ্রাফির পাশাপাশি শখের বশে যারা ছবি তোলেন তারাও এই বিষয়ে জানতে চান। এজন্য ফটোগ্রাফির বেসিক নলেজ নিয়ে ওআইপিটি কোর্স সাজিয়েছে।
এই কোর্স করার পর একজন ফটোগ্রাফারের কাছে ফটোগ্রাফিকে আরও মজাদার ও উপভোগ্য মনে হবে। কারন টেকনিক্যাল নলেজসহ ফটোগ্রাফির যে মজা সেটা তিনি অনুভব করতে পারবেন।
একটি ভালো ছবি তোলার পর কম্পিউটারে সেটাকে আরও ভালো দেখানোটা জরুরী। কারন ফটোগ্রাফার ছবি তোলার পর ক্যামেরায় যেমন দেখেন কম্পিউটারে গিয়ে তেমন ছবি পান না।
আর ছবি তোলার পর ছবির প্রসেসিং প্রক্রিয়াটাও ভালোভাবে রপ্ত করা জরুরী। ফটোশপ, লাইটরুম ও বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে জানাটাও জরুরী।
একজন ফটোগ্রাফারের প্রথম জানা দরকার তিনি যে ক্যামেরা ব্যবহার করেন তার সুবিধা-অসুবিধা ও ক্ষমতা জানা বা সেটিং নলেজ থাকা।
ফটোগ্রাফি হচ্ছে আলো নিয়ে কাজ। আলোকেই ক্যামেরায় ধারন করার পর তাকে ছবি বা আলোকচিত্র বলা হয়।
আলোর কন্ট্রোল জানার জন্য কোর্স করাটাও জরুরী। আর সেইসাথে শাটার স্পীড বা শাটার কন্ট্রোল জানতে হবে।
জিরো নলেজেরও একজন এই কোর্স করে হাতে কলমে এ টু জেড শিখতে পারবেন।
কোর্স করার জন্য ডিএসএলআর ক্যামেরা থাকলে ভালো না থাকলে একটি ছোট ডিজিটাল ক্যামেরা বা স্মার্টফোনের ক্যামেরা থাকলেও কোর্সটি করা যাবে। অনেকেই ডিএসএলআর ক্যামেরা কিনেছেন কিন্ত মনমতো ছবি তুলতে পারছেন না তাদের জন্যও এই কোর্সটি ফলদায়ক হবে।
বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফাররা কোর্সটির সমন্বয় করছেন। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
এছাড়াও ওআইপিটি কর্পোরেট, ই-কমার্স সাংবাদিকতা, কর্পোরেট ট্রেনিং, লিডারশীপ, মেডিটেশন, ব্রান্ডিং সহ বিভিন্ন কোর্স ও ওয়ার্কশপ থাকছে।
যারা ব্যস্ততার কারনে ইচ্ছে থাকা সত্বেও কোর্স করতে পারেন না তাদের জন্য এক্সিকিউটিভ কোর্স রয়েছে। আপনার সুবিধামতো সময়ে ও ছুটির দিনগুলোকে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯
রিবেল মনোয়ার বলেছেন: ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক দেবার জন্য।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
বিদ্রোহী বাঙালি বলেছেন: আগ্রহীরা নিশ্চয়ই যোগাযোগ করবেন। ফটোগ্রাফির ব্যাপারে আমার যথেষ্ট আগ্রহ থাকলেও উপায় নাই। আফসোস! ধন্যবাদ রিবেল মনোয়ার।