নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
এই তো মাসখানেক আগে অফিসিয়াল একটা প্রোগ্রাম এটেন্ট করার জন্য কক্সবাজার গেছিলা সেখানে আমাদের একজন সম্মানীত সিনিয়র বস আমাদের সাথে একটি গল্প শেয়ার করেছিলেন, গল্পটি ছিল এই রকম,
আমি একটা দোকানের বসে চা পান করছিলাম, কিছু দূরে দেখলাম কিছু কুকুর মারা-মারি করছে মানে একটি অন্যটিকে কামর দিচ্ছে। আমি কৌতুয়হয়ে ওদের গতিবিধি লক্ষ্য করছিলাম। কিছুক্ষন পর দেখি আমি যেই হোটেলে চা পান করছিলাম ঐ হোটেলের একটি স্টাফ সারাদিনের অবশিষ্ট সিংগারা-সমুচাগুলো কুকুরগুলোর সামনে ফেলেদিল। কুকুর গুলো মারা-মারি ফেলে খাবার গুলো খেতে তেড়ে আসল। দেখতে পেলাম সেখানে সবচেয়ে শক্তিশালী দুইটি কুকুর অন্য কুকুরগুলোকে কামড় মারতে শুরু করে এবং সব খারার খেয়ে ফেলতে থাকে। আর দূর্বল কুকুর গুলো একটু আধত খেয়ে কোন রকমে থেকে যায় এবং একটু দূরের দিকে সরে যায়। খাবার খাওয়ার অর্ধমূহুৎ-এ অন্য এলাকার কিছু কুকুর এসে সেই দূর্বল কুকুর গুলোর উপর হামলা করে, এটা দেখে শক্তিশালী কুকুর গুলো খাবার ফেলে রেখেই অন্য এলাকার কুকুরগুলোকে তাড়া করে এবং নিরিহ কুকুরগুলোকে রক্ষা করে।
তাহলে এখান থেকে কি শিখলেন।
স্যারের গল্পটা এখানেইই শেষ।
মোরাল অফ দ্যা ষ্টোরি :- ওরা (কুকুর) নিজেদের মধ্যে মারা-মারি, হানা-হানী যা ইচ্ছে করতে পারবে কিন্তু নিজেদের এলাকার কুকুরের গায়ে অন্য এলাকার কুকুরের আক্রমন সহ্য করবে না। যখনই কোন বিপদ দেখবে তখনই সবাই এক হয়ে মাঠে নামে এবং শত্রুর মোকাবেলা করে। ওদের মূল থিম একাতাই বল।
ওরা কুকুর আর আমরা মানুষ।
প্রশ্ন ও উত্তর আপনার কাছেই আছে বিবেক খাটিয়ে বুঝে নিন আপনি কি??
কুকুর নাকি মানুষ???
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৫ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
আপনার বস ভালো কুকুর।