নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

অপ্রিয় সত্য

১৯ শে জুন, ২০১৫ রাত ১১:২১

-খানেক বাদেই বৃষ্টি নামবে, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন?? চল বাসায় চল ভিজে যাবে তো।
-তোমার কি মনে আছে এইরকম একটি দিনে তোমার-আমার প্রথম দেখা হয়েছিল।
-মনে থাকবে না কেন, সেইদিনই তো ছিল আমার জীবনের শ্রেষ্টদিন,চিরস্মরণীয় মুহুৎ গুলো তো সেইদিনই তৈরী হয়।
-অনেক পুরোনো কিন্তু এখনও কেমন যেন নতুন মনে হয় তাই না।
-হুম, তোমার মনে আছে তোমার হাত ধরে সেইদিন হেঁটেছিলাম যতক্ষন না বৃষ্টি বন্ধ হয়ে ছিল।
তুমি তো চোঁখেয় হারিয়ে গিয়েছিলে।
-তোমার চোঁখ দুটো মোহনীয় ছিল তাই।
-মনে পড়ে খালা কি রকম ড্যাব ড্যাব করে তাকিয়ে ছিল যেন আমরা কয়েদি পালিয়ে ছিলাম জেল থেকে আর উনি জেলার সাহেব
-হা হা হা, হুম মনে আছে। দেখছ বৃষ্টি শুরু হয়ে গেছে চল বাসাই যাই, এই সময় তোমার ভিজা একদম ঠিক হবে না। চল চল...
-না ভিজতে ইচ্ছে করছে খুব সেই দিনের মত তোমার হাত ধরে.... একটু ভিজি আসো না প্লিজ...
-আমাদের বাবুকে নিয়ে ভিজবো এখন চল বাবুর জন্য অপেক্ষা করি বাসা গিয়ে।
-আমাকে কোলে করে নিয়ে যাও....
-চল..... :3 তুই যা ভারি হয়েছ... :p
-থাক লাগবে না আমাকে নামিয়ে দাও, এইটুকু ওজনই সহ্য করতে পারছ না, নামাও আমাকে, নামাও নামাও বলছি।
-আহা #কমলার_মা এমন করছ কেন একটু না হয় মজা করেছি আমি, এত রাগ করা কি আছে... :p :p
.
-আচ্ছা তোমার সফিক ভাইয়ের সেই দূর্ঘটনার কথা কি মনে আছে??
-??
কোনটা??
-ভাবির যে প্রথম.....?
-ও হ্যাঁ একটু অসর্তকতার কারণে, পাগলটা কিছু জানায়নি য়ে আমাদের। একবার বললেই হত আমরা চেষ্টা করতাম শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করতাম।
-হুম, খুবই খারাপ লাগে ভাইয়ার মলিন মুখটার দিকে.....
- কি করবে বেচারা বল, বিয়েটা হুটহাট হয়ে গেল, নতুন চাকরীটা, কোন কিছু গুছিয়ে উঠার আগেই ভাবিকে নিয়ে শহরে চলে এলো, এরই মধ্যেই ভাবি প্রেগন্যান্ট খুশিতে আত্মহারা হয়ে সে সব কিছুই ভুলে যায়। নতুন চাকরী প্রেসারও ছিল অনেক ভাবির দিকে ঠিক মত নজরও দিতে পারতো না।তারপরও অফিস থেকে ফিরেই সে ভাবির কেয়ার নিতে শুরু করে দিত। সে ভাবিকে প্রচন্ড ভালবাসে।
- তোমার মত এতো খারাপ না উনি তো ভাবির জন্য পাগল প্রায়।
-ঠিক বলেছ আমি খারাপ কিন্তু সে সব দ্বায়িত্বই ঠিক মত পালন করেছিল শুধু একটা ভূলের কারনেই তাকে কাঁধতে হচ্ছে, এই দুঃখের ব্যথা ওকে সারাজীবন বয়ে বেড়াতে হবে।
-জানো ভাইয়ার জন্য আমার অনেক কষ্ট হয় আর ভাবির চোঁখের দিকে তাকালেই আমার চোঁখ ভিজে যায়। আমার খুবই খারাপ লাগে উনাদের দেখলে।
-আমারও কষ্ট হয় কিন্তু কি করার আছে বল ভূল তো করছেই আর এই ভূলের কোন সমাধান নেই। সেইদিন যদি আরিফ খবরটা না দিত হয়তো ভাবিকেও হারাতে হত। আমি বুঝি না আমাদের জানালে কি এমন হত।
-আহা তুমি উনার দোষ দিচ্ছ কেন উনার হয়তো মাথায় ছিল না হয়তো তুমি উনার উপর রাগ করো না তো....
-হুম....
-শুনছ....
-বল.....
-আমাদের যদি এমন হয়।
-আমি রিস্ক নিবই না, আমি তোমার জন্য অগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। হারুন,সিফু আর পরশ সব সময় রেড়ি আছে আর শুনো তোমার জামাই বোকা হতে পারে এতো বড় বোকামি সে করবে না বুঝছ জরুরী প্রয়োজনে ব্যবহার করার জন্য আমি কিছু টাকাও ব্যাংকে রেখে দিয়েছি এক সিএনজি ড্রাইভারকেও বলে রাখছি, যেন কল দেওয়ার সাথে সাথে চলে আসে।
-তুমি তো লক্ষী একটা।
-বাবু আর তোমাকে আর যাই হোক রক্তের জন্য কিছুই হত দিব না। সফিকে দিয়ে আমার এবং আমাদের সবার শিক্ষা হয়ে গেছে, এখন কারো বাসায় যদি প্রেগন্যান্ট বোন বা ভাবি থাকলেই সফিকের কথা স্মরন করে এবং ভূল সুধরে নেওয়ার চেষ্টা করে যথাসাধ্য।
-কিন্তু ভাইয়া....
-চুপ একদিম চুপ আর কোন কথা না এখন চোঁখ বন্ধ করে ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
-একটা গান শুনাও না, অনেক দিন গান তোমার গান শুনি না গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো পিলিজ...
-আচ্ছা... কোনটা শুনাবো??
-তোমার পছন্দের যে কোন....
-আচ্ছা----- ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
.
সকল চরিত্র কাল্পনিক। কারো সাথে মিলে গেলে আমি দ্বায়ি থাকবো না। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে লিখছি তাই একটু ভূল হতেই পারে নিজ দ্বায়িত্ব ক্ষমা করে দিয়েন। ভূলগুলো ধরিয়ে দিয়েন বাজে মন্তব্য কামনা করছি না।
.
ধইন্যাপাতা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.