নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
আজকে তোমার বিয়ে, আমি তোমার বিয়ে দেখতে আসি নি এসেছি তোমাকে দেখতে, বধু বেশে তোমাকে দেখার স্বপ্ন অনক দিনের। সেই লোভটা সামলাতে পারলাম না। তুমি সব সময় বলতে তুমি শুধু আমার বধু হবে আর কারো নই। কিন্তু আজ তুমি অন্যের ঘরের বউ হতে যাচ্ছ, অন্য কারো ঘর আলোকিত করবে। আমি শুধু তোমার চলে যাওয়া দেখবো। আমার যে কিছু করার নেই নিরুপায় আমি, তোমার অযোগ্য আমি। ভেবেছিলাম দূর থেকে তোমাকে দেখে চলে যাব, কিন্তু তুমি এতো আপন করে আমার দিকে তাকিয়ে আছ যে আমি তোমার কাছে যেতে বাধ্য হলাম। তোমার পাশে কিছুক্ষন নিরবে বসতে ইচ্ছে করছে তুমি কি আমাকে বসতে বলবে?? সে কি তোমার চোঁখে জল? কেঁদো না একদম কাঁদবে না,কাঁদলে তোমাকে মোটেই ভাল দেখায় না, প্লিজ কেঁদো না লক্ষিটি। আমি তো আছি, হয়তো আমাদের সংসার করার স্বপ্নটি সত্যি হবে না কিন্তু তোমার মনে আমি আরর আমার মনে তোমার বসত থাকবে বারমাস।
.
তোমাকে অনেক সুন্দর লাগছে! মনে হচ্ছে একটা পরী আমার সামনে বসে আছ্র
হুম জানি!
তোমাকে বউ বেশে দেখার ইচ্ছে সেই কবে মনে লালন করে রেখেছিলাম তবে অন্যের বউ হিসেবে দেখবো কখনও ভাবিনি।
আমি তো তোমারই বউ হতে চেয়েছিলাম এখনও চাই,তুমি একবার বল আমি সব ছেড়ে তোমাকে কাছে চলে আসবো। তুমি শুধু একবার বল না প্লিজ।
কেঁদো না সবাই দেখছে, তা হয় না, আমি তোমাকে কিছু দিতে পারবো না, আমার কাছে এলে আজীবন তোমাকে কাঁদতেই হবে।
তোমার কাছে তো কিছু চাই না আমি, তোমার কাছে থেকে যদি কাঁদতেও হয় তবে সেটাই হবে আমার পরম সুখ, বিশ্বাস কর তুমি আমি একটুও অসুখি হব না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চল প্লিজ।
এভাবে হয় না, আমার চাল-চুলা কিছুই নেই। এখন আমি নিজেই চলতে পারছি না তোমাকে কিভাবে নিয়ে যাই সাথে বল??
দুজনে মিলে কিছু একটা ব্যবস্থা করে নিব।
হয় না হবে না। এখন আর সময় নেই। আমি যাচ্ছি।
.
তোমাকে আবারও কাঁদিয়ে চলে এলাম, অনেকটা বাধ্য হয়ে এলাম তোমার বিয়েটা নিজ চোঁখে দেখতে পারবো না তাই চলে এলাম, নিজেকে বড় একা একা লাগতে শুরু হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, খুবই মিস করছি তোমাকে, মনে হচ্ছে পৃথিবীতে কোন মানুষ নেই শুধু আমি একা, কি হবে এই পৃথিবীতে একা থেকে তাই সিন্ধান্ত নিলাম একা এই পৃথিবীতে আমি থাকবো না, চলে যা। যদি আবার এই পৃথিবীতে আসার সুযোগ হয় তাহলে আবার তোমাকে আমার পাশে চাইবো, তবে পরিপূর্ণভাবে দ্বিতীয়বার তোমাকে আর হারাতে চাইবো না। অনেক ঘুম পাচ্ছে, ঘুম তো পাওয়ারও কথা তোমার সাথে দেখতে যাওয়ার আগে যে অনেক গুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম, তুমি যদি ঐ কথা গুলো আগে বলতে হয়তো আজ আমরা একসাথেই বাঁচতাম কিন্তু এখন যে আর সময় নেই। এতোঘুম পাচ্ছে কেন আমার? চিরতরে ঘুমানোর আগে তোমাকে আরও একবার শুধু একনজর দেখতে চাই। তুমি কি আসবে??? আনি জেগে থাকতে চাই আমি ঘুমাতে চাই না, কিন্তু ঘুম আমার পিছু ছাড়ছে না, আমার পুরো শরির নিস্তেজ করে আমাকে নিয়ে যাচ্ছে গভীর ঘুমে তবে কি আমি মরে যাচ্ছি?? আমি কি আর ফিরবো না?? তোমাকে আমার আর দেখা হবে না। কি ব্যপার কান টানছে কে? মরার আগে কি কেউ কারো কান টানে?? ছাড় ছাড় বলছি ছাড়...
তুই উঠবি নাকি কান টেনে ছিড়ে ফেলবো?? একা একা কি বিড় বিড় করিস?? উঠ বলছি নইলে এবার গরম পানি ঢেলে দিব মাথার উপর।
ওওওওওও মা উঠছি, (যাক তাহলে আমি বেঁচে আছি, এতোক্ষন স্বপ্ন দেখছিলাম, আজকেই তোমাকে বিয়ে করে ফেলবো নইলে সত্যি সত্যি আবার মরতে হবে।)
©somewhere in net ltd.