নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
মাস ছয়েক পূর্বে একজন বিদেশি ইঞ্জিনিয়ার রাজধানীর একটি ফুতপাতে ঝাড়ু দিতে দেখা গিয়েছিল, তারও কিছুদিন পর বাংলাদেশ পুলিশের দ্বায়িত্বরত ভাইদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নেমে শহর পরিষ্কার করার চেষ্টা করতে দেখা গিয়েছিল, আবারও দেখেছিলাম সেচ্ছাসেবক ভাইদের একযোগে পুরো বাংলাদেশ পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান চালিয়ে যেতে। ইদানিং ফেসবুকে একটি ছবি দেখছি অনেকেই শেয়ার করছেন, বিদেশিনীর রাস্তা পরিষ্কার করছে আর কিছু আমজনতা দাঁড়িয়ে তামশা দেখছে আর ঐ বিদেশিনীকে কেন্দ্র করে ফটোগ্রাফি করছেন। (এ থেকে প্রমান হয় আমাদের দেশে ফটোগ্রাফারের অভাব কোন কালেই হবে না।)
.
এতো কিছু করে কি লাভ হল??
আমরা ঠিক আগের মতই আছি। এখনও আমরা রাস্থায় চলার পথেই ফাঁকা জায়গা পেলে মূত্রবিসর্জন করি কারন ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, আমরা বন্ধুদের সাথে আড্ডায় জ্বলন্ত অক্সিজেন নেই এবং অক্সিজেন শেষে সিলিন্ডার ঠিকই রাস্তায় ফেলে রাখি। চিপস,বিস্কেট,চানাচুর, ঝালমুড়ি আরও নানাধরনের প্যাকেটজাজাত দ্রব খাচ্ছি এবং রাস্থার পাশেই সযত্নে রেখে আসছি। দেশি ব্যবহার উপযোগি ডাস্টবিন নেই আর যেই কয়টা আছে সেগুলো আমরা ব্যবহার অনুপযোগী করে রেখেছি। দরকার কি, লাগে না তো। আমরা সভ্য হলেও আদিপ্রজাতি রাস্তার পাশেই হিসু করে শান্তি পাই।
.
আসেন সবাই মিলে বিদেশিদের হাতে দেশ পরিচ্ছন করার দ্বায়িত্বটা তুলে দিয়ে আমরা ফেসবুকে শেয়ার করি আমাদের দেশ কত্তগুলা উন্নত।
আরে #খালার_পোলা( খালার ছেলে) তুই যে তোর প্রফাইলে ছবিটা দিয়া মানুষরে দেখাইতেছোস তুই কি ছিইড়া উল্টাই ফালাইছোস?? দেখাইতেই যদি হয় তাইলে ঐ বিদেশির জায়গাই নিজে রাস্থা পরিষ্কার কইরা ছবি তুইলা আপলোড দে। আর দিয়ে না পারলে আবালের মত বিদেশিনীর ছবি দিয়া দেশর মান আর ডুবাইস না...
যা ইচ্ছে কথাগুলো গায়ে লাগাতে আমি আবার মিথ্যা কথা একটু বেশিই বলি।
২| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪২
চলন বিল বলেছেন: বিদেশীরা ঢাকার রাস্তা-ঘাট পরিস্কার করতেসে, আর কয়েকজন নাকি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখসে আর ছবি তুলসে! আর এতে কয়েকটা পেজ এবং কতিপয় ব্যক্তি ওইসব ছবি শেয়ার দিয়ে 'লজ্জিত' হচ্ছে! সারাজীবন নিজের মা-বোন ঘর দোর পরিস্কার করে গেল, খাওন রেডি করে দিলো আর নিজে শুইয়া বইসা আরামে খাইসি/খাইসে তবুও ঘরের কাজে সাহায্য করলো না; কিন্তু তাতে লজ্জা লাগলো না, এখন আসছে বেশি লাজুক সাজতে! যেগুলা ছবি শেয়ার দিসে, সেগুলারে কাজ করতে কন, দেখেন কত এক্সকিউজ বাইর করে! সবই লাইকের খেলা রে, ভাই; কিন্তু কাজের বেলায় কেউই নাই...
৩| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই আ**লগুলোকে মানুষ করার জন্য সরকারেরও কিছু উদ্যোগ দরকার, দেশকে পরিচ্ছন্ন রাখার জন্য সরকারে প্রচার প্রচারণা করা দরকার, দেশের মানুষের মানসিকতায় পরিবর্তন আনতে বৃহত্তর পরিসরে প্রচারের বিকল্প নেই।
৪| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯
ডি এইচ তুহিন বলেছেন: আমরা ইস্যু প্রিয় বাংগালি ইস্যু পাইলেই শুরু করে দেই...
৫| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৫
মাঘের নীল আকাশ বলেছেন: @চলনবিলঃ সহমত!
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২০
ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন:
আমি এই টপিকটা নিয়ে আজ লিখতে চাইছিলাম,কিছু পিক সংগ্রহ করার চেষ্টা করছিলাম,যাক আপনি লিখলেন,ধন্যবাদ।