নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
-জান তুমি কি আমাকে ভালবাসো?
-জান এইটা কি জিজ্ঞান লাগে। আমি তোমারে এত্তোগুলা ভালবাসি।
-প্রমান দিতে পারবা?
-যদি হৃদয়টা বের করে এনে দেখাতে পারতাম তাহলে বুঝতে কত্তগুলা ভালবাসি তোমাকে।
-দূর এইসব বাংলা সিনেমার ডায়লোগ রাখো। প্রমান দিতে পারবা কিনা বল?
-কি প্রমান চাও বল
-আজকে তুমি আমার জন্য রক্তদান করবা।
-কি, কেন বাসার সবাই ঠিক আছে তো?
-হুম, সবাই ঠিক আছে, ওমুক মেডিকেলে একটা বাচ্চা ভর্তি আছে ওর জন্য তোমার ব্লাডগ্রুপের ব্লাড লাগবে। প্লিজ জান তুমি দিয়ে আসো..
-কিন্তু আমি তো ব্লাড দেই নাইই কখনও...
-তুমি দিবা কিনা বল।
-মানে,
-ওওওওও এর মানে তুমি আমাকে ভালবাসো না। লাগবে না তোমার প্রমান আজকের পর থেকে তুমি আর আমারর সাথে কোন যোগাযোগ রাখবা না।
-আচ্ছা শুনো শুনো জান,
-কোন কথা নাই বাই।
-আচ্ছা জান শুনো রাগ কইরো না, আমি দিবো কোথায় যেতে হবে বল।
-সত্যি
-হুম বল তোমার জন্য এই সামান্য রক্তদান করতে পারবো না এইটা একটা কথা হইলো, তোমার জন্য আমি জীবন দিতে পারি আর এইটা তো ভাল কাজ, রক্তদান মানেই তো ভালবাসা দান। বল কোথায় যেতে হবে।
-আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি।
-ওকে।
-লেবু....
-
.
এভাবে যদি সকল গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডদের এবং বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদের দিয়ে ব্লাড ডোনেশন করাতো তাহলে রক্তের অভাবে হয়তো অনেক রোগি অকালে মারা যেতো না।
বি পজেটিভ নয় বলুন রক্ত দানে জ্বী পজেটিভ
২| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২১
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: রক্ত দিয়ে প্রমাণ করার দরকার নাই যে, আমি তাহারে ভালােবাসি।
৩| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০
ডি এইচ তুহিন বলেছেন: কি দিয়ে প্রমানন করবেনন আপনি উনাকে ভালবাসেন @ শরীফ মাহমুদ ভূঁইয়া ভাই
৪| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪
ইলা বলেছেন: সাথে কিডনী খুইলা লইও কিন্তু।
৫| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭
ডি এইচ তুহিন বলেছেন: খিক খিক খিক সুন্দর বলেছেন @ইলা
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: হুম!!