![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি মানুষ একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেও তার পরিবার আরও কিছুদিন বেশি বাঁচিয়ে রাখাতে পারছে না। পরিবারের সকল সদস্যের মুখে কান্নার জলছাপ, পরিবারের কিছু সদস্য খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে, ছোট্ট বাবুটি তার বোনের হাতের আগুল ধরে বলছে বাবা/মা এতোক্ষন ঘুমাচ্ছে কেন? উঠতে বল না। ডাক্তার বার বার একই কথা বলছে দোয়া করেন হয়তো আমরা রোগিকে বাঁচাতে পারবো না। হাড়ভাংগা চেষ্টার পরও যখন #একব্যাগ_রক্তের ব্যবস্থা না করতে পেরে পরিবারের সবাই যখন মানুষটার চলে যাওয়া দেখছে কিন্তু কিছুই করতে পারছে না। মানুষটা নিজের মৃত্যুপ্রহর ঘুনছে ঠিক তখনই আপনি হয়তো বসে বসে ভারতীয় কোন সিনেমা দেখছেন বা গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছেন হয়তো মুরগির মাংশ চিবুচ্ছেন। আপনি একবার যদি এগিয়ে আসতেন তাহলে হয়তো মানুষটা বেঁচে যেত, হয়তো পরিবারটি আরও কিছু স্বপ্নবুনতে পারতো, হয়তো বাবা/মায়ের আদরের সে ছোট্ট ছেলে/মেয়েটি আরও কিছুদিন বাবা/মা ডাকতে পারতো, ছোট বোনটি হয়তো ভাইয়ার সাথে ঝগড়া করার সুযোগ পেত, ছোট ভাইটি হয়তো ভাইয়ার কাছ থেকে পকেট মানি নিতে পারতো। সংসারের বড় ছেলেটি বাবা/মা অতি আদরের বকাগুলো শুনতে পারতো...
.
আপনি একবার এগিয়ে গেলেই হয়তো সব আগের মত হতে পারতো, শুধু মাত্র আপনার দিকেই তাকিয়ে আছে একটি পরিবার। আপনার উপর নির্ভর করে একটি পরিবারের হাসি। আপনি কি এগিয়ে আসবেন? আপনি কি পারবেন না পরিবারটিকে এক চিমটি হাসি ফিরিয়ে দিতে? একবার সাহায্য করে দেখুন অনেক ভাল লাগবে।
.
#রক্ত_দিন_জীবন_বাঁচান।
©somewhere in net ltd.