নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
কখন বুঝবেন আপনি রক্তদাতা না??
.
১. যখন দেখবেন আপনার ওজন ৫০ কেজি না(মেয়েদের ৪৫) তখন বুঝবেন আপনি রক্তদাত না।
.
২.যখন আপনি রক্তদান করে ফেললেন এবং তিন-চার মাসের মধ্যে আপনি রক্তদান করতে পারবেন না তখন বুঝবেন আপনি রক্তদাতা না।
.
৩.যখন আপনার শরিরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) এর ভাইরাস আছে তখন বুঝবেন আপনি রক্তদাতা না।
.
৪.যখন আপনি বয়স ১৮ বছরের কম তখন বুঝবেন আপনি রক্তদাতা না।
.
৫.যখন আপনার ৬ মাসের মধ্যে বড় কোন সার্জারি হবে তখন বুঝবেন আপনি রক্তদাতা না।
.
৬.যখন সিরিঞ্জের মাধ্যমে মাদক নিলেন তখনই বুঝে নিবেন আপনি রক্তদাতা না।
.
৭. যখন আপনি পিপড়ার কামরের চেয়ে বেশি সুইকে ভয় পাবেন তখন বুঝবেন আপনি রক্তদাতা না।
.
অনেক উপায়ে বুঝতে পারবেন আপনি রক্তদাতা না। যদি আপনার উপরের কোন কোয়ালিটি না থাকে থাহলে আপনি হতে পারেন একজন রক্তদাতা। জ্বী আপনি পারে একজন মানুষের জীবন বাঁচাতে। একটি পরিবারের মুখের হাসি ফিরিয়ে দিতে। জ্বী আপনি পারেন, পারবেন, অবশ্যই পারবেন।
® #ডি_এইচ_তুহিন
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯
অভ্রনীল হৃদয় বলেছেন: উপকারি একটি পোস্ট। ধন্যবাদ আপনাকে।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৯
আজাদ মোল্লা বলেছেন: সুন্দর পোস্ট ।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১
ডি এইচ তুহিন বলেছেন: আপনাদেরও অনেক ধন্যবাদ
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫
আরজু পনি বলেছেন: সচেতনতামূরক পোস্টে + ।
রক্তদান নিয়ে আমার একটা পোস্ট আছে দেখতে পারেন ।
♣আপনার দেয়া রক্তই পারে একটি জীবন বাঁচাতে : রক্ত দানের A টু Z ♣
অনেক শুভকামনা রইল ।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
রাশেদ রাহাত বলেছেন: আপনার প্রোপাইলে মেসেজটি আমার সাথে এক। আমিও এবি নেগেটিব। ০.০৭% এ রক্তের অধিকারি।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩
ঝাপসা বালক বলেছেন: খুবই দরকারি একটা পোস্ট । ধন্যবাদ