![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেজা পাতা, ভেজা মাঠ, ভেজা চেনা শহর ভেজা চোখ, ভেজা মন, ভিজবো অষ্টপ্রহর; উষ্ন হাত, উষ্ন হৃদয়, উষ্ন আলিঙ্গন বৃষ্টি এলো, ভিজিয়ে দিলো অন্তরের উঠোন।
রাবেয়া কি রুখসানা
ঠিকতো মনে পড়েনা
অস্থির ভাবনা শুধু করে আনাগোনা;
ফেলে আসা দিন তার মিছে মনে হয়
নামে কিবা আসে যায়!
সোহাগে আদরে জানি রেখেছিল কেউ এই নাম...
আব্বা না আপা নাকি
কারো মনে পড়ে তাকি
তোমরা তা জান নাকি, সময় দিয়েছে ফাঁকি।
অভিমানে সে মেয়েটি গেছে হারিয়ে, বুকে ভরসা নিয়ে।
সীমান্ত পেরিয়ে সে এসেছিল ছেড়ে তার গ্রাম;
জানি সে কোথায়.. .. এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল;
প্রতি সন্ধ্যায় পাপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝড়া বকুল।
সেই মেয়েটির মতো আরেকটি মেয়ে
সেতো সন্ধ্যা প্রদীপ দিত, যতেœ গান শোনাত;
হালকা পায়ে বেড়াতো বেনী দুলিয়ে;
কে যে নিল ভুলিয়ে.. ..
খেলার সাথীরা তার খুঁজতে আসেনা আর রোজ!
লক্ষী নামের মেয়ে, আজো তার পথ চেয়ে
ফেলে আসা তার গাঁয়ে মা কাঁদে মুখ লুকিয়ে;
সন্ধ্যাবেলা শাঁখ বাজেনাতো আর
এতে আছে কি বলার ?
আজো কেউ জানেনাতো কোথায় সে হয়েছে নিখোঁজ!
জানি সে কোথায়.. .. এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল;
প্রতি সন্ধ্যায় পাপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝড়া বকুল।
লক্ষী রুখসানারা আরো যারা ঘর ছাড়া প্রস্ত দিশাহারা
তখনি যাদুকরেরা .. ..
নিমেষে বানিয়ে দেয় বাগানের ফুল; ঠিক নির্ভুল!
এভাবে মেয়েরা সব একে একে ফুল হয়ে যায়!
নতুন বাগানে এসে নিজেকে না ভালোবেসে
ফুলের দলেরা শেষে কথা বলে হেসে হেসে;
পদ্দ, গোলাপ, জুঁই, চাম্পা, চামেলী; টগর, শেফালী...
পোড়ার মুখীরা তোরা ফুল হয়ে রয়ে গেলি হায় !
জানি সে কোথায়.. ..এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল;
প্রতি সন্ধ্যায় পাপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝড়া বকুল।
১৯ শে মে, ২০১০ দুপুর ২:২৫
রিমঝিম বর্ষা বলেছেন: রিমঝিম সবচেয়ে ভাল।
২| ১৯ শে মে, ২০১০ দুপুর ২:৩৪
রাজসোহান বলেছেন: তাই ? তাইলে কোবতেও ভালা হইছে
৩| ১৯ শে মে, ২০১০ বিকাল ৫:৫৪
পাহাড়ের কান্না বলেছেন: তাইলে কন দেহি মৌমাছি হয় কারা??
১৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১২
রিমঝিম বর্ষা বলেছেন: ক্যামনে কইয়্যাম। মৌমাছি নিয়া গবেষনা করিনাই।
৪| ১৯ শে মে, ২০১০ বিকাল ৫:৫৭
আর.এইচ.সুমন বলেছেন: অনেক ভাবাত্বক কবিতা.... ভালো লাগলো....
১৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৭
রিমঝিম বর্ষা বলেছেন: ভাইগো ... অনেক্ষন থ্যাইকা অপেক্ষা করলাম একজন কাউরে পাওয়ার যার কাছে এইডা পরিচিত। পাইলাম না। এইডা কবিতা না গান। আমি কিন্তু লিখিনাই।
৫| ১৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৬
পাহাড়ের কান্না বলেছেন: আমি কিলাম জানি এইডা গান। তয় গানটা আমি গাই নাই।
৬| ১৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫১
শামীম শরীফ সুষম বলেছেন: জানি সে কোথায়.. .. এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল;
প্রতি সন্ধ্যায় পাপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝড়া বকুল। ...
ভালো লাগলো , আরো লিখবেন .....
++++++++++++
৭| ১৯ শে মে, ২০১০ রাত ৮:২৯
আকাশটালাল বলেছেন: মাথার উপর দিয়ে চলে গেলো.................
২০ শে মে, ২০১০ সকাল ৯:২৮
রিমঝিম বর্ষা বলেছেন: মাথার উপর দিয়ে যাবে কেন? এটা তো এই সমাজের অতি পরিচিত একটি চিত্র।
৮| ১৯ শে মে, ২০১০ রাত ৮:৪৫
হাসান মাহবুব বলেছেন: এইটা তো মহীনের ঘোড়াগুলি'র গান। আমিও এই গানটা নিয়ে পোস্ট দিছিলাম। লিরিকটা একটু মিলায় দেখেন তো। দুয়েকটা শব্দ এদিক ওদিক লাগতাসে। Click This Link
২০ শে মে, ২০১০ সকাল ৯:২৬
রিমঝিম বর্ষা বলেছেন: একদম ঠিক। মহীনের ঘোড়াগুলির গান। তবে আপনার পোস্ট দেখিনাই।
৯| ২০ শে মে, ২০১০ দুপুর ১২:০৬
ইলিয়াস সাগর বলেছেন:
আমি তো রোজই মাড়াই তোমার আঙিনা
আর তুমি.....
২০ শে মে, ২০১০ দুপুর ১২:৫০
রিমঝিম বর্ষা বলেছেন: আমি মাঝে মাঝে।
১০| ২০ শে মে, ২০১০ দুপুর ১:৪৯
ইলিয়াস সাগর বলেছেন:
আঙিনার ওপর দিয়ে আনমনে যাচ্ছ শুধু হেটে
কিন্তু বসছো কই ?
১১| ২০ শে মে, ২০১০ বিকাল ৪:০৪
আকাশটালাল বলেছেন: গাবু যদি জানতে পারে যে আমি ওর বাপের গান চিনিনা তাহলে আমাকে মেরেই ফেলবে।
গানটি গৌতম চট্রপাধ্যায়ের লেখা, গাওয়া এবং সুরকরা। ওনার ছেলে গাবু আমার স্কুল ফেন্ড। ওদের বাসাই প্রায়ই যাওয়া হতো। ওদের বাসার উঠালে একটা গাজার গাছ লাগানো আছে যেটা উনি নিজের হাতে লাগিয়েছিলো।
গাবু এখন লক্ষীছাড়া ব্যান্ড এর ড্রামার। কিছুদিন আগে ডিজুস এর কনসাট এ আসছিলো ওরা।
২০ শে মে, ২০১০ বিকাল ৪:৩০
রিমঝিম বর্ষা বলেছেন: গৌতম চট্রপাধ্যয় কি মেয়ে নাকি? গানটা তো মেয়ের গলায় শুনতে পাই।
১২| ২০ শে মে, ২০১০ বিকাল ৪:০৯
ভাঙ্গন বলেছেন: বেশ।
২০ শে মে, ২০১০ বিকাল ৪:৩১
রিমঝিম বর্ষা বলেছেন: কি??
১৩| ২০ শে মে, ২০১০ বিকাল ৫:০০
আকাশটালাল বলেছেন: ওটা abridged শুনেছেন।
১৪| ২০ শে মে, ২০১০ বিকাল ৫:০১
আকাশটালাল বলেছেন: গৌতম চট্রপাধ্যায়ের ও গানটা গেয়েছে.................
২৩ শে মে, ২০১০ সকাল ৯:১০
রিমঝিম বর্ষা বলেছেন: গৌতম এর গাওয়া লিংক-টা দেয়া যায়?
১৫| ২২ শে মে, ২০১০ দুপুর ২:৩৯
অন্ধ দাঁড়কাক বলেছেন: মহীনের ঘোড়াগুলির গান। ঝরা সময়ের গান অ্যালবামের। আগে গৌতম গেয়েছিলো। রিফর্ম করার পরে রীতুপর্ণা আর চন্দ্রিমা গেয়েছিলো গানটা।
১৬| ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:০৪
মোহাম্মদ আনোয়ার বলেছেন: ভালই অইছে........................................................এ।
১৭| ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:০৬
মোহাম্মদ আনোয়ার বলেছেন: ভালাই হইছে.............................................এ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১০ দুপুর ২:১৫
রাজসোহান বলেছেন: রিমঝিম বেষ্ট , মানে কি?