| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হলুদ সাংবাদিক,তুমি এত হলুদ কেন?
হলুদও তোমার কাছে হার মানছে যে!
নীতি আর নৈতিকতা বিসর্জন দিয়ে,
এই মায়াবী হলুদ রঙে কলংক লাগিয়েছ;
মুখে আর কলমে অজস্র মিথ্যাচার।
তোমার আশ্রয়ে আজ
ন্যায়ের বদলে অন্যায়,সত্যের বদলে মিথ্যা!
একদিন যদি তোমার কলম বিদ্রোহী হয়;
লিখে যায় তোমার দুর্গন্ধময় মিথ্যাচারের ইতিহাস!
কিংবা যদি তোমার জিহ্বা তুমার থেকে স্বাধীনতা পায়!
তুমি পালাবে কোথায় হে?
তুমিতো ওই সোডিয়াম আর ক্লোরিনের মিশেলে তৈরী লবণ!
যে জলের সংস্পর্শে গলতে শুরু করে।
©somewhere in net ltd.