![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুমহল, ক্লাসরুম, পথেঘাটে সবখানে ম্যাচিউরিটি শব্দটার প্রয়োগ অনেক বেশি। কথার সাথে সাথে কাউকে ইমম্যাচিউরড, আনস্মার্ট বলাটা এখন yo yo টাইপের ছেলেদের একটা ফ্যাশন হয়ে গেছে।
তুমি এখন অনেক বড়ো হয়ে গেছো। তুমি সারাদিন বাসার বাহিরে থাকো। DSLR, বাইক, ২/৩ টা গার্লফ্রেন্ড, নামিদামি রেস্তোরা নিয়ে থাকো সারাদিন। অমুক ভাই তমুক ভাইয়ের ধাপটে অন্যদের সাথে তুমিও ফুটফাতের ব্যাবসায়ী কিংবা রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করছো, তাদের ন্যায্য পাওনা দিচ্ছো না। তোমার চোখের দিকে তাকিয়ে তোমার পরিবারের কেউ কথা বলতে পারে না। তোমাকে সবাই কিছুটা ভয় পায় । বন্ধুমহলে তোমার অনেক কদর আছে। তুমি অনেক ম্যাচিউরড তাই না ?
২/৩ টা গার্লফ্রেন্ডের মাঝে যে মেয়েটা টি তোমাকে ভালোবেসে তার ঘর ছেড়ে পালিয়ে এসেছিল এখন তাকে আর তোমার সহ্য হয় না। তাকে প্রতিনিয়ত কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? তুমি না চাইতেই সে তার সতীত্ব হরণ করার অধিকার তোমাকে দিয়েছে তাই এখন আর সে চাহিদা ও নেই তোমার ।
তুমি আজ অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছো, সেই সাথে দৃষ্টিভঙ্গিরও অনেক পরিবর্তন হয়েছে তোমার। নিজেকে বড় ভাবতে অনেক ভালো লাগে তোমার। ম্যাচিউডের জোরে কাউকেই তোমার মানুষ বলে মনে হয় না।
তুমি কি চাও, তোমার কি ভালো লাগে এসব নিয়েই থাকো সবসময় । তুমি এটুকু জানো তুমি যেটা চাও সেটা বড্ড অবৈধ। তুমি যখন নিজেকে ম্যাচিউরড মনে করে নিজেকে রাজা ভাবায় ব্যস্ত তখন অন্য কেউ যখন তোমাকে ভালো কিছু উপদেশ দিতে যায় তখন তাকে তুমি ইমম্যাচিউরড, আনস্মার্ট, খ্যাত বলে অপমান করছো।
তোমার কাছে ম্যাচিউরিটি মানে কি?
অন্যকে শাসানো? কাউকে অত্যাচার করা? নিজেকে অনেক বড় ভাবা ? শরীরের বড় বড় মাংসপিণ্ড ? দু-চারটে পোলাপান নিয়ে চলা?
তুমি যেটা ভাবছো সেটা হয়তো ম্যাচুরিটি নয়। বরং ম্যাচিউরিটি হচ্ছে সবকিছু গুছিয়ে নেয়ার যোগ্যতা । এতে প্রেম ভালোবাসা সবই থাকতে পারে। এসব বাদ দিয়ে তুমি নিজেকে ম্যাচিউরড মনে করে নিজের বাবা-মার সাথে খারাপ ব্যবহার করছো, মানুষকে ঠকাচ্ছ, তোমার সরল-সহজ ক্লাসমেট কে অপমান করছো, নিজের সতীত্ব দিয়েও যে মেয়ে তোমাকে ধরে রাখতে চেয়েছিলো তাকে কষ্টের সাগরে ঠেলে দিচ্ছো - একবার ভেবে দেখতো এসব ম্যাচুরিটি কিনা ?
যদি তুমি ম্যাচুইরিটির মানে এই বুঝো, তাহলে আমি জোর দিয়ে বলবো, তুমি ম্যাচিউরড না, তুমি বড় রকমের বোকা। কোনো এক সময় ঠিকই বুঝবে তুমি যেদিন তোমার মাথার উপরে বাবা-মা, বড়ভাই নামের কোন ছাদ থাকবে না। যখন তোমাকে কেউ মেরে ফেললেও তোমার জন্য চোখের পানি ফেলার জন্য কেউ থাকবেনা।
©somewhere in net ltd.