নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসম্পূর্ণ কথা

রেজা রহমান

......... এই প্রথম

রেজা রহমান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের আয়তন কত?

২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১:২০

বাংলাদেশের আয়তন কত?



অনেক আগে বইয়ে পড়েছিলাম বাংলাদেশের আয়তন ১,৪৪,০০০ বর্গ কিলোমিটার কিন্তু তা অনেক আগের কথা। বর্তমানে বিভিন্ন সূত্র অনুযায়ী আমার জানা মতে বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। তথ্য প্রযুক্তির আধুনিক ব্যবস্থার কারনে সর্বশেষ তথ্যের জন্য বিদেশী নাগরিকদের ইন্টারনেট প্রধান তথ্য সোর্স। কিন্তু আমরা এই দিকটায় এত দুর্বল এবং পিছিয়ে আছি যে মাঝে মাঝে অনেকর কাছে লজ্জায় পড়তে হয়। আমি একাধিকবার লজ্জায় পড়েছিলাম। সর্বশেষ গত কাল আমার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার এক বন্ধুর কাছে লজ্জা পেয়েছি। তাকে অনেক আগে আমি জানিয়েছিলাম আমার দেশ সম্পর্কে কিন্তু গতকাল সে একটা মেইল করে জানতে চেয়েছে আমার দেশের আয়তন আসলে কত? ১,৪৪,০০০ বর্গ কিলোমিটার না ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার? সে ইন্টারনেটের মাধমে দেখেছে অনেক ওয়েবসাইটে ১,৪৪,০০০ বর্গ কিলোমিটার আবার অনেক ওয়েব সাইটে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। শুধু তাই নয় কোন কোন ওয়েব সাইটে বর্গ কিলোমিটার না দিয়ে শুধু কিলোমিটারও ব্যবহার করা হয়েছে। এমন কি বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটেও বাংলাদেশের আয়তন ১,৪৪,০০০ বর্গ কিলোমিটার [http://www.doe-bd.org/cwbmp/project_background.htm] দেয়া আছে।





আয়তন কিভাবে শুধু মাত্র কিলোমিটার হয় তা আমার জানা নেই। এই বিষয়ে এখন কি করা যায় তা ঠিক বুঝে উঠতে পারছি না তাই আপনাদের জানালাম।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩১

ঝড়ো হাওয়া বলেছেন: বছর খানেক আগেও বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য তো ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারই পড়ছিলাম !

২| ২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫৩

. . . এখনো খুঁজি বলেছেন: সরকারি বই খুলে দেখলাম - ১৪৭৫৭০ ।

৩| ২০ শে মার্চ, ২০০৮ দুপুর ২:০০

রাগিব বলেছেন: শব্দটা আয়তন হবে কীভাবে ... আয়তন হয় ঘনবস্তুর। আপনি জানতে চাচ্ছেন ক্ষেত্রফল, তাই না?

৪| ২০ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৫৪

ইসাবেলা বলেছেন: volume = আয়তন (ঘনমিটার, ঘন কিলোমিটার) (তিন মাত্রা)।
area = ক্ষেত্রফল (বর্গমিটার, বর্গকিলোমিটার) (দুই মাত্রা.
আর দৈর্ঘ/ প্রস্থ/ উচ্চতা এর একক (unit) হলো মিটার বা কিলোমিটার।
কিলো মানে হাজার।

অবশ্য বাংলা একাডেমীর অভিধানে area ও volume দুইটাকেই আয়তন বইলা গুবলেট পাকানো হইছে।

৫| ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১৫

গিফার বলেছেন: ভাই আপনি খুলনার কই থাকেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.