নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। [৬৭:১৩]

যবড়জং

স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।

যবড়জং › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭

আমার প্রিয় অপারেটিং সিস্টেম xp আজ থেকে আমাদের ছেড়ে যাচ্ছে। একটি অপারেটিং সিস্টেম আমার এতো প্রিয় হয়েগিয়েছিলো যে Windows 7,8 আজ পর্যন্ত ব্যবহার সেই ভাবে করিনি অথবা সাচ্ছ্যন্দবোধ করিনি । xp কে এভাবে বিদায় জানাতে হবে তা আগে থেকে জানতাম তবে অনুভূতির এতো গভীর থেকে বুঝতে পারিনি ।একটা অপারেটিং সিস্টেম এতো প্রিয়ো কি করে হয় এমন প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারবো তবে সেটা যথাযত হবে কিনা আমি জানি না ।Windows 96,98 এর সাথে আমার পরিচয় হলেও সম্পর্কটা ওভাবে গড়ে উঠেনি ।সময়ের প্রয়োজন মিটিয়ে তারা হারিয়েছে ।একটু আবেগ ,একটু সাচ্ছ্যন্দই আজকে আমার এই পোষ্ট লেখার কারন। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি আমার অনেক দিনের প্রিয় সহচর ,ছোট্ট একটা সাউন্ড(বড্ড পরিচিত) কানে বাঁজবে প্রিতিদিন ।সময়ের সাথে বদলে যাবো আমরা ,বদলে যাওয়াই তো নিয়ম।যদি কারো অনুভূতির সাথে মিলে যায় তবে সার্থক হবে অনুভূতির এই প্রকাশনা।

বিদায় xp বিদায়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.