নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। [৬৭:১৩]

যবড়জং

স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।

সকল পোস্টঃ

সে

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪





ছবি : নিজের

মহাশূন্যের কোন এক কোণে জেগে রবে সে,
ভেবেছিলো নক্ষত্রদের বালুকাবেলায় হবে ঠাঁই,
পৃথিবীতে অনেকেইতো বেঁচে আছে তাই।
কাঁধের উপরে মাথা নিয়ে, দুহাটুতে মুখ গুজে
চোখের কোঠরে রেখে ঘুম,...

মন্তব্য১০ টি রেটিং+২

ছবির কবিতা

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩



ছবি : সংগৃহীত

সেই শহর
যেখানে স্মৃতিরা বৃদ্ধ হয় ৷
নির্মোহ ভালোবাসায়
অথবা
নিশ্চুপ বেদনায় ।



ছবি: নিজের তোলা

গধুলীর শেষ আলো ছুয়ে যায়
জীবনের অপার আঁধার,
নদীর সাথে আকাশেরও কথা হয়
হয়নাকো তোমার আমার...

মন্তব্য১২ টি রেটিং+০

দিগন্তে সুন্দরবন

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০




ছবিঃ নিজের তোলা

চুপিচুপি চলে যায় জোৎসনায়
ঐদূরে দিগন্তের সুন্দরবনে
ছুয়ে থাকে লবণের ঘ্রাণে
পালক জড়ায় শৈবাল,
একা এক রাজহাঁস
টানে নিঃসঙ্গতার নিঃশ্বাস
ক্লান্তিহীন মেঘেদের দল
স্ফটিকের মতো সাদা জল,
টেনে নিয়ে যায় আবার...

মন্তব্য৯ টি রেটিং+১

আবার নাবিক

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫




ছবি: গুগোল হতে

তুমি কি নিশ্চিতভাবে দিলে বলে?
তাহলে আর পিছু ফিরবোনা ৷
তারপরও জানি তোমার দুচোখ চেয়ে রবে সংশয় ভরে !
ছায়াপথের পথ হেঁটে,ফিরে যাবো আমি ৷
পান্ডুলিপির উপর গজিয়ে ওঠা অক্ষরে ।
কচি...

মন্তব্য১২ টি রেটিং+৩

গল্প নয় সত্যও নয় , না মিথ্যে না কল্পনা ( অতিভৌতিক ঘটনা-পর্ব ১)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫


ছবি: গুগোল হতে ।

বিশেষ দ্রব্যষ্ট:

আমি ব্লগে কবিতা লিখি তাই এই ধরনের বড় বিবরণ (যার আবার কোন যুতসই ব্যাখ্যা খুজে পাইনি) লেখা আমার জন্য চ্যালেঞ্জিং । তাই যথা সম্ভব ছোট...

মন্তব্য২৩ টি রেটিং+০

অতৃপ্ত

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪


ছবি: গুগোল

সে হরিণী থেমে ছিলো পঞ্চবটির মাঠে
বাদামের ঘ্রাণ ছিলো যার নাভীরমূলে
অব্যার্থ সে তীর নিশানা বিহীন ক্ষনে
বিঁধেছিলো হৃদয়স্থলে,
জমেছিলে যবে স্বর্গের আসর,
বেহুলার প্রতিজ্ঞায়
মনসার রোষোনলে,
লখিন্দরের অতৃপ্ত বাসর,
চন্দ্রাবতী ডুবেছিলো ফুলেশ্বরীর...

মন্তব্য৫৫ টি রেটিং+২

তুমিই বাংলাদেশ

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪


ছবি: ফেসবুক হতে পাওয়া ।

কয়েক দিন আগে একটা পোষ্ট করেছিলাম ,পোষ্টের বিষয়বস্তু একটা সোনালী স্বপ্নের প্রহর কবে সাধারন মানুষ প্রতিবাদী হবে ?...

মন্তব্য৩৮ টি রেটিং+৫

পাখি সব করে রব বিপ্লব বিপ্লব !!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৬


ছবি: গুগোল হতে


আমি এই ব্লগে দু-চার লাইন কবিতা লিখি । তেমন নিয়মিত নয় বলে কেউ হয়তো চেনেও না । গড়পড়তা সাধারন মানুষ আমি, বলতে পারেন আদার ব্যাপারি তাই...

মন্তব্য২৮ টি রেটিং+৩

যদি হতো পরিচয়

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৪




যদি হতো পরিচয়
নতুন করে, সাথে তোর
জেনে নিতাম ঠিকানা -ফোন নম্বর ৷

চেনা তুই, আবার অচেনা
হতো যদি মিথ্যে সময়
চেনা রেস্টুডেন্টর অচেনা বারান্দায় ৷

জনশূন্য কোন প্রান্তরে
পড়তো চোখে চোখ
বাড়তো আবার...

মন্তব্য৮ টি রেটিং+১

শকুন হৃদয়

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০


ছবি : গুগল হতে


মানুষের হৃদয়ে আজ
গাঙচিল নয়
শকুন বাস করে,
মানুষ এখন আর
স্বপ্নদেখনা, স্বপ্ন কেনে
টাকার দরে ৷৷
মানুষের কাছে এখন
প্রেম নয়
মাংস অনেক প্রিয়,
বকুলের মালা নয়
এ্যালকোহলের গন্ধ
নাকি শ্রেয় ৷৷
মানুষ নাকি...

মন্তব্য১০ টি রেটিং+০

ঘুনপোকা সিরিজ

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২


ছবি: গুগল হতে

ছুয়ে কুহেলিকা
মন আজো একা
ভ্রমের ভ্রমনে
ছুয়ে দেখে জনে জনে
পালাবার পথে
ভূলে যাওয়া শপথে
যদি বারবার হয় দেখা
অনেক ব্যাথা হয়নি আজো শেখা
সেই চঞ্চল চোখের তারায়
নিশিথের অন্ধকারও হারায়
ব্যস্ততার...

মন্তব্য৪ টি রেটিং+০

নিজেকে হারিয়ে ফেলার পূবাহ্নে

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫


ছবি: গুগোল হতে

আমি নিজেকে খুজে পেলাম
বাতিলের খাতায়
সবটুকু রোমাঞ্চকতার
শেষ অধ্যায় ,
নিজেকে হারিয়ে ফেলার পূবাহ্নে
খুজতে গিয়ে তোমায়
এক চোখা প্রেম পুড়ে হলো নীল
বেদনার বিসন্নতায় ,
না ছুয়ে দেখা কপোতের পালক
উড়লো পূবাল...

মন্তব্য৪ টি রেটিং+১

তবুও তুমিময়

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯


ছবি : গুগোল হতে

আমার হৃদয় যখন দোলে
তোমার মনের ঝুল বারান্দায়,
তোমার চোখের প্রতিচ্ছবিতে তখন
টেমস নদীর ঢেউ দোল খায়৷
আমার বুক পকেটে জমানো
শুকনো গোলাপ
তোমার হাতব্যাগে
ক্রেডিট কার্ডরা নিষ্পাপ ৷
কতদিনের ক্ষুধার্ত স্বপ্ন...

মন্তব্য৪ টি রেটিং+১

সে শহর ছেড়ে কোথায় যাবো

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩


ছবি : গুগোল হতে

যে শহর নীল জোস‍ৎনায়
ছুয়ে দেয় তোমার অধর,
সে শহর ছেড়ে পালাবো কতদূর।
যেখানে নিয়ন আলোয়
পড়ে তোমার ছায়া,
কি করে আমি কাটাবো সে মায়া।
যেখানে মাতাল হাওয়া
টেনে আনে তোমার চুলের...

মন্তব্য০ টি রেটিং+০

বুভুক্ষু হৃদয়

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

এখানে আকাশটারে
রেখেছি বন্দি করে
ছুয়ে স্বপ্নটারে
তোর হাতের মুঠোয়,
শুনেছি জীবন, হয়তো এমন
বুঝিনি কোথায়, হবে বা কেমন
তবুও যখন, আমার তখন
বুভুক্ষু হৃদয় ।।


১৫ জানুয়ারি ২০১৮



ছবি: গুগোল হতে

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.