![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ছবি: গুগোল হতে
তুমি কি নিশ্চিতভাবে দিলে বলে?
তাহলে আর পিছু ফিরবোনা ৷
তারপরও জানি তোমার দুচোখ চেয়ে রবে সংশয় ভরে !
ছায়াপথের পথ হেঁটে,ফিরে যাবো আমি ৷
পান্ডুলিপির উপর গজিয়ে ওঠা অক্ষরে ।
কচি ঘাসের কার্পেটে, ধূমকেতুর মতন ছুটে যাবো জোসনার প্রান্তরে,
সমুদ্রের নীল মরুভূমি নিভিয়ে দেবে আমার হৃদয়,
সে আগুন যদি তোমারও নিভে যায়, জলের শরীরে ৷
আবার নাবিকের মত মন চেয়ে রবে, ধ্রুব তারার দিকে ৷
উত্তরের বনে হলুদের ক্ষেতে গোলাপী বাতাস খেয়ে,
মৌমাছিরা যেমন ফুলের উপর পড়ে ঘুমিয়ে,
তেমন কোন এক বন্দরে,
আবার কোলাহলে, যদি আবার হয় দেখা,
তবে আর যেন কেউ পিছু না ডাকে ।।
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১
যবড়জং বলেছেন: ধন্যবাদ । ছবিটা গুগোল হতে নেওয়া , ছবি সূত্রে তেমন কোন তথ্য নেই , তবে চট্রগ্রাম উপকূলে কোন ডাচ জাহাজ বলে আমার ধারনা । ছবি টি দৈনিক বনিক বার্তায় প্রকাশিত *চট্টলার রাজনৈতিক ও বাণিজ্যিক ইতিহাস* হতে নেওয়া ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো কথা ও কাব্যের গাঁথুনি।
ছবিটাও ভারী চমৎকার লাগছে।
শুভকামনা জানবেন ।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২২
যবড়জং বলেছেন: ধন্যবাদ , ছবির ব্যপারে আমার কোন কৃতিত্ব নেই
আপনার জন্য শুভকামনা রইলো ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২
শেখ মফিজ বলেছেন: কবিতা ভালো লেগেছে।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩
যবড়জং বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩
যবড়জং বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ।।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
ছোটবেলায় আমার নাবিক হবার খুব ইচ্ছা ছিল।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১
যবড়জং বলেছেন: ছোট বেলার ইচ্ছা বলে কথা , ধন্যবাদ ।
৬| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: সমুদ্রবিহারী নাবিকের মনে কত যে সুখ দুঃখ থাকে, ক'জনাই বা সেটা বুঝতে পারে? হয়তো আকাশের কিছু তারা, নিশুতি রাতের জ্যোৎস্না এবং সমুদ্রের জলের উপর তার প্রতিচ্ছবি কিংবা দূরের কোন বাতিঘরের লাল আলো নাবিককে সাগরে যেমন পথ দেখায়, সেই সাথে জীবনেরও কিছু পথের সন্ধান দেয়।
কবিতা পড়ে, ছবিটা দেখে মনটা উদাস হয়ে গেল! কবিতা ভাল লেগেছে। + +
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮
যবড়জং বলেছেন: খুব সুন্দর বলেছেন , ধন্যবাদ ।। ভালোলেগেছে জেনে খুশি হলাম । শুভকামনা রইলো ।।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯
ঋতো আহমেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে। ছবিতে জাহাজটা কার? ভাস্কো-দা-গামা'র?