নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। [৬৭:১৩]

যবড়জং

স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।

যবড়জং › বিস্তারিত পোস্টঃ

যদি হতো পরিচয়

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৪




যদি হতো পরিচয়
নতুন করে, সাথে তোর
জেনে নিতাম ঠিকানা -ফোন নম্বর ৷

চেনা তুই, আবার অচেনা
হতো যদি মিথ্যে সময়
চেনা রেস্টুডেন্টর অচেনা বারান্দায় ৷

জনশূন্য কোন প্রান্তরে
পড়তো চোখে চোখ
বাড়তো আবার হৃদয়ের অসুখ ৷

গধুলীর আলো-ছায়ায়
কোন বৃষ্টিস্নাত সন্ধ্যায়
পড়তাম তোর কাজলের মায়ায় ৷

বোটানিক্যালের গেটে দাড়িয়ে
নিতেনিতে বসন্তের ঘ্রাণ
স্পন্দিত হতো প্রাণ ৷

আবার হয়তো লোকাল বাসে
ঝুলেঝুলে হতো দেখা বিজয়স্বরণীতে
পারতো জীবন অমরত্বের স্বাদ দিতে৷

টিএসসির তপ্তদুপুর
শাহাবাগের শুকনো ফুল
ভেঙে দিতো যদি তোমার ভূল ৷

আর একটি বার যদি হতো দেখা
কমলাপুর স্টেশনে শেষ ট্রেনে
কলাতলীর নিজ'ন সৈকতে
রাতারগুলে থমথমে জলে
ছেড়াদ্বীপের শেষ প্রান্তে
খৈয়াছাড়ার ভিজেতে ভিজতে ৷

যদি হতো পরিচয় আর একবার
বই মেলায়, নজরুল মঞ্চে
সিনেপ্লেক্সের লাইনে
জয়নুল গ্যালারিতে ৷
চন্দ্রিমা উদ্যানে
মিরপুর সাড়ে এগারোতে
এগারোসিন্ধু এক্সপ্রেসে যেতে যেতে ৷

হতো যদি প্রথম কথা ফোনে
আপনি কি সেই?
স্বপ্নের তারা গুনেগুনে মাঝরাতে
ক্লান্ত জোৎনায় হাত রেখে হাতে
বুনে কথার মালা
মনের ভূলে প্রথম তুমি বলে ফেলা ৷

কোন এক বিকেলে
এক রিক্সায় দিয়াবাড়ীর মাঠে
দিশি চাইনিচে তিনশো ফুটে ৷

হয়তো সারাদিন
পুরানো ঢাকায়
আহসানমন্জিলে লালবাগ কেল্লায় ৷

নিউমাকে'ট বঙ্গবাজার নীলক্ষেত
রং চা সিঙ্গড়া
বাড়ী ফেরবার থাকতো না তাড়া ৷

কোন এক গভীর বেদনায়
যদি কেঁদে ভিজিয়ে দিতে আমার আঙুল
আমি চেয়ে দেখতাম তোমার ধুয়ে যাওয়া কাঁজল৷
ব্লাড ক্যম্পে তোমার সূচের ভয়
প্রতিবাদ সভায় তোমার জ্বলজ্বলে চোখ
আমাকে রাখবে করে বুভুক্ষ ৷

তুমি এসো না
আর একবার ...

কদম,নীলপদ্ম আর বকুলের দোহাই!!

এ কবিতারা নিশ্চিন্তে পুড়ছে তোমার অপেক্ষায় ৷৷

-রেজা
২৮/০৩/২০১৮

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:২৮

কাওসার চৌধুরী বলেছেন:


সুস্থ ধারার যে কোন সাংস্কৃতিক চর্চাকে আমাদের উৎসাহিত করা প্রয়োজন। এটি বিদেশি বা স্বদেশী যাই হোক না কেন। আমরা যে নীতি ও আদর্শ বিশ্বাস করি তা আমাদের নিজস্ব ব্যাপার, এতে সমাজের কিছু যায় আসে না। সমস্যা দেখা দেয় তখনই যখন আমরা নিজের ইচ্ছাকে জোর করে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এটা অন্যায়। এতে সমাজে বিভাজন দেখা দেয়। হিংসা-বিদ্বেষ বেড়ে যায় ফলে সমাজে শান্তি বিনষ্ট হয়। একুশ শতকের বিশ্বায়নের এ যুগে জোর করে নিজের পছন্দ-অপছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না। মানুষ তা শুনতে বাধ্য নয়।

কালচার/সাংস্কৃতিক চর্চাটা আসে মানুষের ভালবাসা ও দীর্ঘ দিন থেকে সমাজে প্রচলিত অভ্যাস থেকে। এজন্য জোর করে কোন কালচার/সংস্কৃতি চাপিয়ে দেওয়া যায় না, আবার জোর করে মানুষের নিজস্ব কালচার/সংস্কৃতি থেকে বের করে আনা যায় না। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিনোদন মানুষের বুদ্ধিভিক্তিক জ্ঞানকে বিকশিত করে, পারিবারিক ও সামাজিক সম্পর্ক দৃঢ় করে। সমাজকে পরিশুদ্ধ করে। পৃথিবীর উন্নত ও সভ্য দেশগুলো এভাবেই আজ এগিয়ে যাচ্ছে আরো উন্নতি ও সমৃদ্ধির পথে। তারা নিজেদের মতামত কারো উপর চাপিয়ে দেয় না; বরং অন্যের পছন্দ অপছন্দকে সম্মান দেয়, সহযোগিতা করে। এতে সমাজে পারস্পরিক বিশ্বাস ও আস্থা অটুট থাকে।

...............শুভ নববর্ষ।
.............................ব্লগে স্বাগতম।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

যবড়জং বলেছেন: ধন্যবাদ :)
শুভ নববর্ষ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২২

চাঁদগাজী বলেছেন:



শুভ নববর্ষ, ভালো থাকুন।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০

যবড়জং বলেছেন: ধন্যবাদ :)
শুভ নববর্ষ, ভালো থাকুন।

৩| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কাইকর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।গুছানো লেখা।আমি ব্লগার হিসেবে নতুন।সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।ধন্যবাদ ও ভালবাসা রইলো

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:১৫

যবড়জং বলেছেন: ব্লগে স্বাগতম , মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভ কামনা ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । ছবিটাও সুন্দর ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:১৯

যবড়জং বলেছেন: আমার ব্লগে (আমার মনে হয় ) প্রথম কমেন্টস করলেন , সু-স্বাগতম :)
অনেক অনেক ধন্যবাদ । ছবিটি গুগোল হতে পাওয়া , লিখতে ভূলে গেছি । ।
আপনার জন্য শুভ কামনা রইলো ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.