![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ছবি: গুগোল
সে হরিণী থেমে ছিলো পঞ্চবটির মাঠে
বাদামের ঘ্রাণ ছিলো যার নাভীরমূলে
অব্যার্থ সে তীর নিশানা বিহীন ক্ষনে
বিঁধেছিলো হৃদয়স্থলে,
জমেছিলে যবে স্বর্গের আসর,
বেহুলার প্রতিজ্ঞায়
মনসার রোষোনলে,
লখিন্দরের অতৃপ্ত বাসর,
চন্দ্রাবতী ডুবেছিলো ফুলেশ্বরীর ঘাটে,
পড়েছিলো কি ছেদ
দেবাসুরের সমুদ্র স্নানে,
মেনেকার রায় যেমনে বিলায়,
বিশ্বমিত্রের ধ্যানে ।।
শুধু অন্তহীন শুধু অমানব
জানি আমি, জানি আদি নারীর শরীরিণীকে। ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৬
যবড়জং বলেছেন: ধন্যবাদ আপনাকে , শুভকামনা ।।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২
জাহিদ অনিক বলেছেন:
পঞ্চবটির গহীনে মৃগনাভী কস্তূরী--- সে আপনি জানেন আদি।
যেন রামায়নে পড়া কোনকিছু
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯
যবড়জং বলেছেন: ওই রকম আর কি ।
ধন্যবাদ ও শুভকামনা ।।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৩
বাকপ্রবাস বলেছেন: ছবি দেইখা কবিতা পড়তে মন চায়নাই, কমেন্ট পড়তে আইলাম
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২০
যবড়জং বলেছেন: ভালো করেছেন ।।
শুভকামনা ।।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৬
অনল চৌধুরী বলেছেন: সব মুনি-ঋষিরাই এই ছবির মতো লুচ্চা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৩
যবড়জং বলেছেন: আপনার মন্তব্যের প্রতিউত্তরে কি লিখবো বুঝতে পারছি না ।
ছবিটি গুগোল থেকে পাওয়া তার বেশি কিছু জানি না ।।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৩
অনল চৌধুরী বলেছেন: তাহলে অাপনাকে রামায়ণ-মহাভারত পড়তে হবে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
যবড়জং বলেছেন: রক্ত মাংসের মানুষের সমস্যা থাকবেই যখন দেবতা বলে কিছু নেই । রামায়ণ-মহাভারত মত মহাকাব্য যে সে কালের লেখকদের কল্পনা ফসল তা তো সবারি জানা । ধন্যাবাদ ।।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
আহ! মনোহারিণী!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০
যবড়জং বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার মনহরণ করা হরিনীর পক্ষে থকে ।।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাভীরমূলে না লিখে নাভিমূলে লিখলে আরেকটু স্বচ্ছন্দ হতো। শরীরিণী অর্থ কী?
ক্ষণে, হৃদয়স্থলে, যবে শব্দগুলো বদলে অন্যকিছু ব্যবহার করে দেখতে পারেন।
শুভকামনা রইল।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
যবড়জং বলেছেন: আপনার মূল্যবান পরামর্শ পেয়ে খুশি হলাম ।
কবিতা তো তাই, শব্দের গোলযোগ প্রায়ই হয়
শরীরিণী অর্থ---
শরীরী - [বিশেষ্য পদ] [বিশেষণ পদ] মনুষ্য, প্রাণী, দেহধারী, জীবাত্মা। [বিশেষণ পদ] (স্ত্রীলিঙ্গ) শরীরিণী।
ধন্যবাদ ও শুভকামনা ।।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগা রইলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
যবড়জং বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো ।।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
টুটুল বলেছেন: Allusion (not illusion) সমৃদ্ধ সুন্দর কবিতা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
যবড়জং বলেছেন: ইশারা, ঈঙ্গিত, টিপ্পনি এগুলইতো নতুন করে কাটতেই হয় । এতো শত সমৃদ্ধ সাহিত্যের অঙ্গনে আমি নগন্য মাত্র ।
ধন্যবাদ ও শুভকামনা ।।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
রাজীব নুর বলেছেন: আমার যেটা মনে হয়, মানুষ রাতের বেলা বেশি কবিতা লিখে।
রাতে আব্রগ মানুষকে জাপটে ধরে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
যবড়জং বলেছেন: সহমত , রাতের নিঃশব্দতা, একাকিত্বে ভোগা হৃদয়, কবিতার প্রধান উৎস ।।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভোগের অতৃপ্ত হৃদয়ে হরিনী শরিরীনি হবেইতো!
আকাঙ্খাইতো তাড়িত করে ভাবনাকে!
সাধু সংঘে সে আকাঙ্খার নিয়ন্ত্রন, বিজয় এবং বিলোপনই শিক্ষা দেয়া হল!
@ অনল চৌধুরী বলেছেন: সব মুনি-ঋষিরাই এই ছবির মতো লুচ্চা।
হাহাহা
দৃষ্টিভঙ্গি বদলান ভাবনা বদলে যাবে। দৃষ্টি ভঙ্গি বদলাতে চাই জ্ঞান।
ভাবুন কাম আর ধ্যানের প্রতীক হিসেবে
এই কাম সমুদ্র পেরিয়ে/এরিয়েই সেই সাধুআসনে বসা যায়!
দেখুন ভাবনারা কত স্বচ্ছতায় হৃদয়ে পেলব প্রশান্তি দেয়
কাম-নিষ্কামের লড়াই চলছে আদি থেকে চলবে অনন্তকাল - - -
কবিতায় +++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪
যবড়জং বলেছেন: অপনার মন্তব্যের গভীর বিশ্লেষণ আমাকে বরাবর মুগ্ধ করে । কাম-নিষ্কামের লড়াই চলছে আদি থেকে চলবে অনন্তকাল - - -তাই যে
দৃষ্টি ভঙ্গি আর জ্ঞানের কথা বলেছেন সেটার দীনতা কেউ কেউ প্রকাশ করবেই । ।
+++ উৎসাহ পেলাম ।। ধন্যবাদ ।।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
টারজান০০০০৭ বলেছেন: কবিতার চেয়ে ছবির দিকেই চোখ গেল ! বুঝিলাম, মুনি-ঋষির ধ্যান কেন ভঙ্গ হইতো !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
যবড়জং বলেছেন: সেটাই আসল অভিব্যক্তি , আপনার প্রকাশের নিঃসঙ্কোচতা দারুন । বুঝেন ব্যপারটা !!
উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, ঘৃতাচী, সুকেশী, মঞ্জুঘেষা, অলম্বুষা, বিদ্যুৎপর্ণা, সুবাহু, সুপ্রিয়া, সরসা, পুঞ্জিকস্থলা, বিশ্বাচী নামগুলোই তো ধ্যানভাঙার পক্ষে যথেষ্ট
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় মিথোলজি নাকি মিথোলজিতে কবিতা!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
যবড়জং বলেছেন: আমিও ব্যপারটা বুঝতে পারছিনা । শুভকামনা ।।
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬
এ.এস বাশার বলেছেন: সুন্দর ভাব গম্ভির কবিতা........
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
যবড়জং বলেছেন: অনেক ,অনেক ধন্যবাদ ও শুভকামনা ।।
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
যবড়জং বলেছেন: আপনার মন্ত্যব্য সবসময় অন্যরকম অনুভূতিদায়ক । ধন্যবাদ ।।
১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লাগার মত কবিতা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
যবড়জং বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম । ধন্যবাদ ও শুভকামনা ।।
১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন, শুভ কামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
যবড়জং বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা ।।
১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২
এস এম ইসমাঈল বলেছেন: সাধুদের ধ্যান ভাঙাতে ওই রকম একজন গোপিনি যথেষ্ট। সকাম প্রেম পেরিয়ে নিষ্কাম প্রেমের দীক্ষা নিতে হয়। তাই প্রেমের পিপাসা সব সময় অতৃপ্ত থাকে। সব পেয়েও যেন কিছুই পেলাম না, এমন একটা অনুভূতি সব সময় প্রেমিক সুজনদের তাড়া করে ফিরে। বয়সের বাধা সেখানে কোনদিন বাধা হয়ে দাঁড়াতে পারে না। কবিতা আর ছবি দুটোই চমৎকার হয়েছে। এটাকে আমি কি বলবো _ কবিতার ছবি নাকি ছবির কবিতা??
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
যবড়জং বলেছেন: আপনার মন্তব্যের মধ্যে গভীর এক জীবনবোধ ও অন্যরকম এক মমতার দেখা পেলাম । অনেক অনেক ধন্যবাদ , দোয়া করবেন ।।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
যবড়জং বলেছেন: আসলে আগে কবিতাটা লেখা তারপর ছবিটি গুগল হতে সংগ্রহীত । প্রেমের পিপাসা সব সময় অতৃপ্ত থাকে সহমত । নিষ্কাম প্রেমের ব্যপার টা জটিল । ।
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩
জহির আসাদ বলেছেন: অতৃপ্ত শব্দটা আমার অনেক প্রিয় তাই কবিতাটি পড়লাম বেশ ভালো লিখেছেন। অতৃপ্ত শব্দটির মাঝেই আসলে সত্যিকারের তৃপ্ততা আসে মনে হচ্ছে কারন অতৃপ্ত আর আমি যেন একাকার তাই এত ভালো লাগে শব্দ হিসেবে অতৃপ্তকে। ভালো কবিতা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
যবড়জং বলেছেন: অতৃপ্ত শব্দটা আমারো প্রিয়, বিভিন্ন ভাবে শব্দটিকে ব্যবহার করার চেষ্টা থাকে সবসময় । অতৃপ্ত শব্দটির মাঝেই আসলে সত্যিকারের তৃপ্ততা আসে সহমত । ধন্যবাদ , শুভকামনা ।
২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
সূচরিতা সেন বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
যবড়জং বলেছেন: সে কি !! @সূচরিতা সেন আপনি এসেছেন গরিবের ব্লগে, ধন্য আমি ধন্য( ছবিতে যে মহান অভিনেত্রীকে দেখা যায় তার উদ্দ্যেশে ) ।।
ছবির আড়ালের যে সূচরিতা সেন তার জন্য ধন্যবাদ ও শুভকামনা রইলো ।।
২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
নীল আকাশ বলেছেন: ছবি দেখে ক্রাস খেয়েছি। কবিতা পড়তে মন চায়না। ইচ্ছে করছে শুধু ছবিটার দিকে তাকিয়ে থাকি ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
যবড়জং বলেছেন: আপনার ধ্যান তাহলে ভাঙলো সাধু !!
এইতো উর্বশীয় জাদু ।।
শুভকামনা ।।
২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮
এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় যবড়জং, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।ভাল থাকবেন আর এমন সুন্দর সুন্দর পোষ্ট দিয়ে আমাদেরকে মাতিয়ে রাখবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
যবড়জং বলেছেন: দোয়া রাখবেন, আবারো ধন্যবাদ ।
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সবই ফার্স্ট ক্লাস হয়েছে। যেমন ছবি তেমন শিরোনাম। কবিতাটিও ভালো হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
যবড়জং বলেছেন: আপনার মন্তব্যও প্রথম শ্রেনীর(ফার্স্ট ক্লাস) হয়েছে
ফার্স্ট ক্লাস মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভকামনা ।।
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
নারী কোন যুগে বদলায়নি, একই আছেন
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
যবড়জং বলেছেন: কেমনে বুঝলেন !!
নারী সত্তা আর পুরুষ সত্তা সমানুপাতিক ।।
বদলালেও পাশাপাশি আছে বোদহয় ।।
ধন্যবাদ ।।
২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
এস এম ইসমাঈল বলেছেন: সাধুদের ধ্যান ভাঙাতে মরদুদ শয়তানের যে কী প্রানান্ত প্রচেষ্টা। এ জন্যই বলা হয়, নাউমুল আলেমে ক্ষায়রুম মিন ইবাদাতিল জাহেলে।আর মুর্খ আবেদগণ খুব সহজেই শয়তানের ফাঁদে পড়ে আর প্রতারণার শিকার হয়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
যবড়জং বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন , তালবে এলেম /ছাত্র বয়েসে যারা ভূলপথে চলে যায় আর পরিনত বয়েসেও দূর্বলতা কাটিয়ে উঠতে পারে না বলে ধোঁকায় পড়ে ।
২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
এস এম ইসমাঈল বলেছেন: এই জমানায় পাপ কার্য থেকে বিরত থাকাও অনেক বড় ইবাদাত। হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলায়হি বলেছেন যে, তুমি নিজে এমনভাবে চলাফেরা কর যাতে বাম কাঁধের ফেরেশতা কোন কিছু লিখার চান্স-ই না পায়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
যবড়জং বলেছেন: সেটাই জীবনের লক্ষ্য বানানো উচিত যেন বাম কাঁধের ফেরেশতা কোন কিছু লিখার চান্স-ই না পায়।।
২৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮
নজসু বলেছেন: নারীর মন, নারীর শরীর ইত্যাদি সবকিছুই যেন রহস্যের আঁধার।
কে কিসে তৃপ্ত কিংবা অতৃপ্ত সেসবে যাবো না।
কবিতাখানা আমার খুব ভালো লেগেছে। খুব।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯
যবড়জং বলেছেন: এই যেমন আপনার ভালো লেগেছে জেনে একধরনের তৃপ্তি অনুভব করছি ।।
ধন্যবাদ । শুভকামনা ।।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩
ইব্রাহীম আই কে বলেছেন: অতৃপ্ত নামটা বেশ উপযুক্ত হয়েছে।