নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। [৬৭:১৩]

যবড়জং

স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।

যবড়জং › বিস্তারিত পোস্টঃ

পাখি সব করে রব বিপ্লব বিপ্লব !!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৬


ছবি: গুগোল হতে


আমি এই ব্লগে দু-চার লাইন কবিতা লিখি । তেমন নিয়মিত নয় বলে কেউ হয়তো চেনেও না । গড়পড়তা সাধারন মানুষ আমি, বলতে পারেন আদার ব্যাপারি তাই জাহাজের খবরও নেওয়া হয়না । উটপাখি হয়ে মাথা গুজে পড়ে থাকি । আরো বেশি স্বার্থপর হবো বলে কোচিং সেন্টার খুঁজছি।।(নিজের পরিচয় দেওয়ার স্বাদ হলো)

"অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে"?
-সুধীন্দ্রনাথ দত্ত

দেশে বর্তমান কি ঘটছে বা ঘটতে চলেছে তা এক দিনের শিশুও বলে দিতে পারে । ।
সবাই সব কিছু বুঝেও কি এক বিচিত্র কারনে (এলোন্ট বেলোন্টি ঘড়ির কাঁটা টিকটিক!! রাজার বাড়ী চোর এসেছে সবাই মিলে চুপচাপ!!)


"দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ"

-কাজী নজরুল ইসলাম ।।


#এবার একটু পড়াশোনা #

BCS এর লিখিত প্রশ্ন..............(কমন ইন্টারেষ্ট)
*বিপ্লব কাহাকে বলে? তার সংক্ষিপ্ত বিবরণ দাও ।
উত্তর:উইকিপিডিয়া হতে -
বিপ্লব (ইংরেজি: Revolution) (লাতিন থেকে: revolutio, ইংরেজি অর্থ: "a turn around") হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বা প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মৌলিক সামাজিক পরিবর্তন যা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত সময়ে ঘটে যখন জনগণ চলমান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করে জেগে উঠে।
এরিস্টটল দুই ধরনের রাজনৈতিক বিপ্লবের বর্ণনা দিয়েছেন:
১. এক সংবিধান থেকে অন্য সংবিধানে পূর্ণাঙ্গ পরিবর্তন ।
২. একটি বিরাজমান সংবিধানের সংস্কার।
বিপ্লব মানব ইতিহাস জুড়ে ঘটেছে এবং পদ্ধতি, স্থায়িত্ব, এবং প্রেরণাদায়ী মতাদর্শ হিসেবে খুব বিস্তৃত। এসবের ফলে সংস্কৃতি, অর্থনীতি, এবং সামাজিক-রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহে বিশাল পরিবর্তন সাধিত হয়।


"একটা রক্ত করবী ফুটবে বলে
দাঁড়িয়ে আছি
ঋতু আসে ঋতু যায়"
-প্রদীপ বালা

"আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে" ?
-কাজী নজরুল ইসলাম ।।





মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:২৩

অক্পটে বলেছেন: চমতকৃত হলাম! আপনার ভাবনা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। প্রতিটা মানুষ যেন এই মানসিকতাকে ধারণ করে শাণিত করে নিজেকে। তা না হলে এই জাতিকে আরো মূল্য দিতে হবে। অনেক বেশি মূল্য দিয়ে প্রাপ্ত স্বাধীনতাকে আমরা কাজে লাগাতে পারিনি। কিভাবে কেন যে রক্ষক ভক্ষক হয়ে গেল! আহা! আমার সোনার বাংলাদেশ! এত পঙ্কিলতা জমেছে তোমার বুকে। বড় কষ্ট করে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে আমার এই অভাগা দেশ।

খুব ভালো লিখেছেন। সাধুবাদ আপনাকে।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৬

যবড়জং বলেছেন: অকপটে বলে গেলেন আপনার কথা, ধন্যবাদ আপনার সাধুবাদের জন্য ।
আশা রাখুন , ভালো থাকুন ।।

২| ০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪৬

এম এ কাশেম বলেছেন: রাত যত গভীর হচ্ছে, ভোর তত নিকটবর্তী হচ্ছে।

ভোরের পাখী গাইবে একদিন গান
আঁধার যখন হবে অন্তর্ধান...........


শুভ কামনা।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭

যবড়জং বলেছেন: ভোরের পাখী গাইবে একদিন গান
আঁধার যখন হবে অন্তর্ধান..........।।


"সাগরের ওই পারে—আরো দূর পারে
কোনো এক মেরুর পাহাড়ে
এই সব পাখি ছিলো;
ব্লিজার্ডের তাড়া খেয়ে দলে-দলে সমুদ্রের ’পর
নেমেছিলো তারা তারপর,
মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে।
বাদামী—সোনালি—শাদা—ফুট্‌ফুট্‌ ডানার ভিতরে
রবারের বলের মতন ছোটো বুকে
তাদের জীবন ছিলো—
যেমন রয়েছে মৃত্যু লক্ষ-লক্ষ মাইল ধ’রে সমুদ্রের মুখে
তেমন অতল সত্য হ’য়ে।"

#জীবনানন্দ দাশ

আমি সেই পাখিদের অপেক্ষায় ......।

আশা রাখুন , ভালো থাকুন ।।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
একটা তোতা
আপনমনে
গাইছে বসে
রাজার সনে-

তুই স্বৈরাচার! তুই স্বৈরাচার !!

বাতাসের সাধারন প্রবাহ থেমে যাওয়া ঝড়ের পূর্ভাবাস
আমজনতার জবান বন্ধ হওয়া বিপ্লবের পূর্বাভাস!

শত্রু যারে ভাবো সে শত্রু নয়
আপনাকোলেই বাড়ে শত্রু শাস্ত্রে কয়!

জোতিষী বলেছিল মূসার কথা
ফেরাউনের কোলেই তবু মূসা বড় হল!!

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী!
বুঝি ঐ ভোর হয় ভোর হয় - - -

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪

যবড়জং বলেছেন: বাতাসের সাধারন প্রবাহ থেমে যাওয়া ঝড়ের পূর্ভাবাস
আমজনতার জবান বন্ধ হওয়া বিপ্লবের পূর্বাভাস !

জয় হোক জনতার
জয় হোক মানবতার !!

আশা রাখুন , ভালো থাকুন ।।

৪| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩২

সিগন্যাস বলেছেন: সুন্দর লিখেছেন

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫

যবড়জং বলেছেন: ধন্যবাদ , উৎসাহ পেলাম ।
আশা রাখুন , ভালো থাকুন ।।

৫| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: যে যায় লঙ্কায় সে হয় হনুমান
কারে কিযে বলি ভাই,
সকলে সমান।

পাটাপুতা ঘষাঘষি দফা সারা মরিচের
নেতাদের গুতোগুতি কাম সারা আমাদের
বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা
সকলের মুখে শুনি দাদাদের জয়গান।

স্বাধীনতার স্বাদ ওরা ঘরে ঘরে পৌঁছায়
ছোবড়াটা আমাদের রসটুকু ওরা খায়
রাজনীতি খেলা খেলে, মাছ ভাজে কার তেলে
দল আসে দল যায়, দুঃখটা রয়ে যায়।



০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫২

যবড়জং বলেছেন: স্বাধীনতার স্বাদ ওরা ঘরে ঘরে পৌঁছায়
ছোবড়াটা আমাদের রসটুকু ওরা খায় ।



ওরা কারা , হনুমান না রাবণ ?
আশা রাখুন , ভালো থাকুন ।।



৬| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: সবার উপর শান্তি বর্ষীত হোক শান্তির অমিও ধারা বয়ে চলুক সবার হৃদয়মর্মে। শুভ সকাল।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮

যবড়জং বলেছেন: শুভ দুপুর !!

পলিথিনের ব্যাগে শান্তি কিনে আমিও ফিরি প্রতিদিন
আমার ফ্রিজের বরফের তলায়,তারা শান্তিতে ঘুমায় ।

আশা রাখুন , ভালো থাকুন ।।



৭| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

ঢাবিয়ান বলেছেন: পাখি সব করে রব বিপ্লব বিপ্লব !
স্বপ্ন দেখি এক বিপ্লব এসে গুড়িয়ে দেবে পরিবারতন্ত্রের ভয়ঙ্কর কাল থাবা। কাল টাকায় মনোয়ানপত্র কেনার মহোৎসব বন্ধ হবে চিরতরে। সব লুটেরার জায়গা হবে কারাগারে, রাজনৈতিক মঞ্চে নয়। যোগ্য ব্যক্তিরা রাজনীতিতে এসে বদলে দেবে আপনার আমার প্রানপ্রিয় মাতৃভূমিকে।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

যবড়জং বলেছেন: স্বপ্ন দেখি এক বিপ্লব আসবে..................
সিডরের মত করে .........
সেই বিপ্লব কি কি ভেঙে গুড়িয়ে দেবে....................
সেই বিপ্লবীরাই তা ঠিক করবে ............

আশা রাখুন , ভালো থাকুন ।।

৮| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: বিপ্লব সবসময় সুফল দেয় না, আরব বসন্ত তার জ্বলন্ত প্রমান যা জ্বলবে অনাদি অনন্তকাল ! কোনো সন্দেহ ?

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩

যবড়জং বলেছেন: বিপ্লবের বিভিন্ন ধারনা ও ধরন আছে , বিপ্লবতো মুখের কথা না । বিপ্লব স্বতঃপ্রবৃত্ত হয়ে বা স্বতস্ফুর্তভাবে ঘটা গনবিক্ষভ । স্থান -কাল -পাত্রে বিপ্লবের প্রয়োজনীয়তা ঠিক করে নেয় । বিপ্লব সবসময় সুফল দেয় না ঠিকি তবে তা অবশ্যম্ভাবী । লেলিন বা মার্কসবাদ এর কথা মাথায় থাকলে অন্য কথা । মধ্যবিত্ত গা-সওয়া এশিয়ান আর মার্কিন মদদপুষ্ট আরবদের কথা আলাদা । । ২১ শতকেশ বিপ্লব অন্যরকম হবে, সন্ধেহ নেই !!

আশা রাখুন , ভালো থাকুন ।।

৯| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

যবড়জং বলেছেন: বিপ্লবের বিভিন্ন ধারনা ও ধরন আছে , বিপ্লবতো মুখের কথা না । বিপ্লব স্বতঃপ্রবৃত্ত হয়ে বা স্বতস্ফুর্তভাবে ঘটা গনবিক্ষভ । স্থান -কাল -পাত্রে বিপ্লবের প্রয়োজনীয়তা ঠিক করে নেয় । বিপ্লব সবসময় সুফল দেয় না ঠিকি তবে তা অবশ্যম্ভাবী । লেলিন বা মার্কসবাদ এর কথা মাথায় থাকলে অন্য কথা । মধ্যবিত্ত গা-সওয়া এশিয়ান আর মার্কিন মদদপুষ্ট আরবদের কথা আলাদা । । ২১ শতকেশ বিপ্লব অন্যরকম হবে, সন্ধেহ নেই !!

আশা রাখুন , ভালো থাকুন ।।

১০| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ২১ শতকে বিপ্লব হবে না পৃথিবী ধ্বংসের জন্য কোনো কাজ হতে পারে বিপ্লবের নামে !!! কোনো সন্দেহ নেই ।
আশা আছে । ভালো থাকুন ।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৯

যবড়জং বলেছেন: হয়তো তাই হবে , তবে বিপ্লব অবশ্যম্ভাবী !! কোনো সন্দেহ নেই ।

আশা রাখুন , ভালো থাকুন ।।

১১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


কি কি উদ্দেশ্য নিয়ে আমাদের দেশে বিপ্লব হওয়ার দরকার?

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

যবড়জং বলেছেন: যে উদ্দেশ্য নিয়ে লোকজন সাগরপাড়ি দিয়ে হলেও বিদেশ যায় । যারা সেকেন্ড হোম প্রোগ্রাম বা গ্রীণ কার্ড নিয়ে গেছে তাদের উদ্দেশ্য গুলো বাদ দিয়ে ।

১২| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৪

করুণাধারা বলেছেন: আপনি অল্প কথায় নিজের ভাবনা প্রকাশ করতে জানেন। এটা খুব ভালো। বড়লেখায় পোস্ট পড়া বিরক্তিকর, না আমি পোস্ট ছোট করতে পারিনা।

এদেশে কোন বিপ্লব সম্ভব হবে না, সম্ভাবনাকে অংকুরেই গুড়িয়ে দেয়া হবে।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪

যবড়জং বলেছেন: বিপ্লব একটি সতস্ফূর্ত প্রক্রিয়া । আমরা জাতি হিসাবে দলমতে বিভক্ত । তবে মানুষের মনের ভেতর বিপ্লবের লাভা জমেছে , একটা সুপ্তঅগ্নিগিরি থাকা কম কথা নয় ।

#বিংশশতকের বিপ্লব অন্যরকম হবে, সে বিপ্লবের রুপরেখা সমন্ধে ধারনা করা দুস্কর । শুধু সময়ের অপেক্ষায় থাকতে হচ্ছে এখন ।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

১৩| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৬

খায়রুল আহসান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাতাসের প্রবাহ থেমে যাওয়া ঝড়ের পূর্ভাবাস
আমজনতার জবান বন্ধ হওয়া বিপ্লবের পূর্বাভাস!


একজন ব্যক্তির মৃত্যুর আগে তার জবান বন্ধ হয়ে যায়। একটি জাতির হয় রেনেসাঁর আগে।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬

যবড়জং বলেছেন: সহমত! তাই যেন হয় । ধন্যবাদ ।

১৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

খায়রুল আহসান বলেছেন: তবে অনেক মুমূর্ষু ব্যক্তি যেমন দীর্ঘদিন কোমায় থাকার পরও দৈবক্রমে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে, অনেক উদগিরণ্মুখ রেনেসাঁও তেমনি অধিক রক্তক্ষরণের ফলে কিংবা প্রবর্তিত প্রসব বেদনার ফলে (induced labour) প্রসূতি মায়ের সাথেই মৃত্যুবরণ করে।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

যবড়জং বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত বোধ করছি ।

আপনার কথার সাথে সহমত,

তবে, আপনি হয়তো লক্ষ করবেন বর্তমান সময়ে সড়ক দূর্ঘটনা প্রসঙ্গে মানুষের ( ছাত্র সমাজের) প্রতিক্রিয়ার মাঝে কি কিছু খুজে পাচ্ছেন ?

১৯৬৮ ফ্রান্সে উত্তাল মে তে প্রচলিত একটা স্লোগান মনে পড়লো ।

* La barricade ferme la rue mais ouvre la voie.
- The barricade blocks the street but opens the way.
- পথ খুলবে বলে রাস্তা আটকাই!

আমি সেই রক্তক্ষরণে ব্যন্ডেজ চাই
চাই প্রসূতি মায়ের শুশ্রুষা ।।।

১৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

যবড়জং বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত বোধ করছি ।

আপনার কথার সাথে সহমত,

তবে, আপনি হয়তো লক্ষ করবেন বর্তমান সময়ে সড়ক দূর্ঘটনা প্রসঙ্গে মানুষের ( ছাত্র সমাজের) প্রতিক্রিয়ার মাঝে কি কিছু খুজে পাচ্ছেন ?

১৯৬৮ ফ্রান্সে উত্তাল মে তে প্রচলিত একটা স্লোগান মনে পড়লো ।

* La barricade ferme la rue mais ouvre la voie.
- The barricade blocks the street but opens the way.
- পথ খুলবে বলে রাস্তা আটকাই!

আমি সেই রক্তক্ষরণে ব্যন্ডেজ চাই
চাই প্রসূতি মায়ের শুশ্রুষা ।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.