![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ছবি : নিজের
মহাশূন্যের কোন এক কোণে জেগে রবে সে,
ভেবেছিলো নক্ষত্রদের বালুকাবেলায় হবে ঠাঁই,
পৃথিবীতে অনেকেইতো বেঁচে আছে তাই।
কাঁধের উপরে মাথা নিয়ে, দুহাটুতে মুখ গুজে
চোখের কোঠরে রেখে ঘুম, অনন্ত পিপাসায়
গোগ্রাসে গিলছে জীবন। হেঁয়ালিতে পদচিহ্ন এঁকে
নিচ্ছে করে লক্ষ কোটি পথ, নিযুত শপথ
রক্ত, উৎকোচ অথবা ক্ষমতার মোহে ।
শতাব্দীর শুরু হতে শেষে মহাপুরুষের মহাবাণী
আর মহাগ্রন্থে লেপটে থাকা একটুকরো রুটি অথবা নেশার পেয়ালায়
শেষ চুমুকে মিত্যুহীন নবপ্রস্থানের।
নারীর দেহ ঘিরে যৌবনের নদী কামনার সাঁকো
পেরিয়ে পরিত্যক্ত খেতের ফসল আর সচ্ছল কঙ্কাল
মাড়িয়ে সময়ের কুয়াশায়, ঈশ্বরের চেয়ে স্পর্শময়
কাফনের ঘ্রাণে চিতা জ্বলে, স্বর্গ মর্ত্য পাতাল ।
সে আবার উঠে বসে, দুই হাত সতর্কে গুটায়
ঋণ শোধ করে দিতে চায়, জীবনেরে ভালোবেসে ।।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪
যবড়জং বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো ,ধন্যবাদ
শুভকামনা ।।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে ! এ যেন মহাশূন্যের পথে।
কবিতা বেশ লাগলো।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
যবড়জং বলেছেন: আমরা তো সবাই তো সে পথের যাত্রী ।
ধন্যবাদ
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর+
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
যবড়জং বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
যবড়জং বলেছেন: ধন্যবাদ
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: কবিতা ভালো লাগে।
অল্পতে মনের ভাব প্রকাশ করা যায়।
৬| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৬
যবড়জং বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১
হাবিব বলেছেন: ভালো লাগলো কবিতা....................