![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ছবি: ফেসবুক হতে পাওয়া ।
কয়েক দিন আগে একটা পোষ্ট করেছিলাম পাখি সব করে রব বিপ্লব বিপ্লব ,পোষ্টের বিষয়বস্তু একটা সোনালী স্বপ্নের প্রহর কবে সাধারন মানুষ প্রতিবাদী হবে ? দেশের মানুষ আজ অন্যায়-অবিচারের প্রতিবাদ শুরু করেছে ,হোক না তা সড়কদূর্ঘটনা প্রাসঙ্গকি ।
কত গুলো প্রশ্ন ফেসবুক পেজ থেকে কপি করছি-
মধ্যম আয়ের দেশের পেখম গায়ে লাগিয়ে লাভ কি যদি প্রতিটা হত্যার বিচার চাইতে রাস্তায় নামতে হয় ?
আকাশের স্যাটেলাইটের গর্ব করে সুখটা কি যখন আমার দেশের মেয়েরা ভাত যোগাতে ভিনদেশে গিয়ে পাশবিক অত্যাচারে সব খুইয়ে দেশে ফেরে ?
মেগাবাইট গতির 4G তে উন্নতি কোথায় যখন তা দিয়ে বারবার দেখতে হয় ধর্ষিতা বোনের মুখ ?
গড় আয়ুর উল্লফনে স্বস্থি কোথায় যখন আমার সন্তানের শরীর-মাথা থেঁৎলে পড়ে থাকে রাস্তায় ?
লাখো কোটি টাকার বাজেটে আমার উন্নয়ন কোথায় যখন এর ২৫%ই খরচ হয় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস আর সুযোগ-সুবিধা দিতে ?
লাখ লাখ CGPA-তে মেধা কোথায় যখন বিলিয়ন ডলার খরচে বিদেশী এনে প্রতিষ্ঠান চালাতে হয় ?
রেকর্ড রিজার্ভের নিরাপত্তা কোথায় যখন ব্যাংকের টাকা, ভল্টের সোনা এমনকি খনির কয়লাও গায়েব হয়ে যায় ?
ডজনখানেক পাবলিক পরীক্ষার ফলাফল কোথায় যখন চাকরীর জন্য মেধা নয়, কোটার উপর জুয়া খেলতে হয় ?
ভোটের শক্তি কোথায় যখন টিভি পর্দায় পিশাচের দাঁত বের করে হাসি দেখতে হয় ?
গনতন্ত্রের ভরসা কোথায় যখন ন্যায্য দাবীর অপরাধে হাতুরী পেটা কিংবা গুম হয়ে যেতে হয় ?
উত্তরের আশাও করছি ..(কার কাছে করছি জানি না )
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ।।
-কাজী নজরুল ইসলাম
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:১৪
যবড়জং বলেছেন: ধন্যবাদ অনেকগুলো (+) এর জন্য
২| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের প্রতিটা কথাই তো সত্য বলে মনে হচ্ছে।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:১৪
যবড়জং বলেছেন: আপনার মন্তব্য পড়ার পর আমার সংশয়ও কেটে গেছে , ধন্যবাদ ।
৩| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
মুদ্রার একটা ওপিঠ থাকে। সেটা যখন কোন লেখায় থাকে না, সেটা মুল্যহীন হয়ে যায়।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:২৩
যবড়জং বলেছেন: এক কালের মুদ্রা অন্য কালে মূল্যহীন । তবে মূদ্রায় ব্যবহারিত ধাতু (সোনা, রুপা অথবা ব্রোঞ্জ) কখনই মূল্যহীন হয়না ।।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।
৪| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯
অপ্সরা বলেছেন: পোস্টারের কথাগুলো দেখে মুগ্ধ হলাম!
রুখে দাঁড়ানো ছাড়া আর পথ নেই!
এবার আর রক্ষা নেই।
বাসচালকদের ভূয়ামী, মূর্খামী, পাশবিকতা সব কিছুর দিন শেষ।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:২৬
যবড়জং বলেছেন: দেয়ালে পিঠঠেকে গেছে আমজনতার । রাজনৈতিক সুবিধাবাধি ছাড়া সবাই বিক্ষুব্ধ ।
আশা করি হয়তো ভালো কিছু হবে । আমাদের ও সচেতন হতে হবে ।। সব সময় ক্ষেত্রে সরকার বাহাদুরকে দোষ দিয়ে লাভ নেই ।
ধন্যবাদ আপনাকে ।
৫| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮
নাহিদ০৯ বলেছেন: অপেক্ষা করুন। আপনার এসব প্রতিটা কঠিন সত্য কথার খোঁড়া জবাব নিয়ে অন্ধ ব্লগার রা আসছে। জাস্ট ওয়েট করেন আর তামাশা দেখেন।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩১
যবড়জং বলেছেন: ভিন্ন মত থাকতে পারে সাথে যুক্তিও । তবে কেউ যদি জেগে ঘুমায় তবে তাকে জাগাবে কে ?
ধন্যবাদ আপনার সতর্কমূলক মন্তব্যের জন্য । আমিও অপেক্ষায় ছিলাম
৬| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাক্ষস মন্ত্রী শাহজাহান খানের আগে বিচার হওয়া প্রয়োজন।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩
যবড়জং বলেছেন: দেশে আরো অনেক রাক্ষস আছে কাকে রেখে কার বিচার করবেন । যে যায় লঙ্কা সেই হয় রাবণ ।
ধন্যবাদ ।।
৭| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি সব সময় এসব একমুখী লেখার বিরোধীতা করিঃ কয়েকটা বলছি....
@ মধ্যম আয়ের দেশের পেখম গায়ে লাগিয়ে লাভ কি যদি প্রতিটা হত্যার বিচার চাইতে রাস্তায় নামতে হয় ?
...বিচারহীনতার সংস্তৃতি শুরু থেকেই আছে। এই সমস্যা আমাদের বিচার বিভাগের। এটা অবস্যই দুর করতে হবে। সেটা অর্থনৈতিক উন্নয়নকে বাদ দিয়ে নয়। টাকা না থাকলে জজের বেতন আসবে কোথা থেকে?
@ মেগাবাইট গতির 4G তে উন্নতি কোথায় যখন তা দিয়ে বারবার দেখতে হয় ধর্ষিতা বোনের মুখ ?
... প্রশ্ন তো সবাই করতে পারে উত্তর দিতে পারে ক'জন? সমাধানটা না হয় বাদই দিলাম...
লেখক সমাজ, একটু ভাবুন তো: 2G থেকে 3G বা 4G হবার কারণে নানা খবর (ধর্ষণও) সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকগুলোর বিচারও এসবের কল্যানে হয়েছে। সমস্যা হল এসবের অপব্যবহার।
সারমর্মঃ
আমার কিছু খারাপ গুণ আছে, তাই বলে কি আমি ভালো কিছু করতে পারবো না??
পুনশ্চঃ
পোস্ট দিয়ে, প্রশ্ন করে ডুব দিলে হবে??
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:০৪
যবড়জং বলেছেন: প্রথমেই আপানার বিশ্লেষণধর্মী মন্তব্যর জন্য ধন্যবাদ । ।
প্রথমত, অর্থনৈতিক মুক্তিছাড়া স্বাধীনতার সুফল পাওয়া যায় না।
মধ্যআয়ের দেশের সাথে বিচার ব্যবস্থার ব্যপারটা চট করে আমজনতার মাথায় আসে না । তবে বিচার ব্যবস্থার এই দৈনদশার কারণ খুজতে বেশি গভীরে না গিয়ে বর্তমান সময়ের দিকে তাকালে তা এমনিই মনেহয় । তাত্ত্বিয় আলোচনা করেন বুদ্ধিজীবিগন ,জনতা নয় ।
দ্বিতীয়ত, প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে তার ব্যবহার ও নিয়ন্ত্রন ও জরুরী ।
তবে, কতগুলো খুন, ধর্ষণের সঠিক বিচার হয়েছে ?
কারা ছিলো জড়িতো ? তনুর কথা কি মনে পড়ে আপনার ? সবাই নিকট অতিত নিয়ে প্রতিক্রিয়া করে সূদুর অতিত নয়, ওটা ইতিহাসবিদদের বিষয় , আমজনতার নয় ।
ভালো আর খারাপের মিলেই সবকিছু ।
আপনার খারপ গুনগুরো যদি বেশি থাকে অথবা কম থাকে তারপর আপনার ভালো কিছু করতে চাওয়ার প্রচেষ্টাও অন্তরিকতাই হয়তে আপনাকে বিচার করার মানদন্ড হতে পারে । তবে সময় সব সময় দ্রুত ধাবমান, সময়ের মধ্যেই আপানাকে নিজেকে প্রমান করতে সচেষ্ট হতে হবে । (২০২১ অথবা ২০৪১ সাল পর্যন্ত কে অপেক্ষা করবে ?)
ডুব কথাটা ভালো লাগলো,
মাঝে মাঝে ডুব দিতে হয় , ধরণী কর্মময় ।।
শুভকামনা , ভালো থাকুন ।।
৮| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
সাইন বোর্ড বলেছেন: প্রতিটা কথায়ই মুগ্ধ হওয়ার মতো, যা বাস্তব সত্যকে ছুঁয়ে যায় ।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:১১
যবড়জং বলেছেন: আপনার মুগ্ধতা আমাকেও ছুয়ে গেছে , ধন্যবাদ ও শুভকামনা রইল ।।
৯| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
ল বলেছেন: আপনার সুন্দর লেখনীর জন্য ধন্যবাদ
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:১২
যবড়জং বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
১০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:২৮
ইব্রাহীম আই কে বলেছেন: সুন্দর সুন্দর প্রশ্নগুলো একত্রে লেখার জন্য ধন্যবাদ। যদিও জানি যে এসবের উত্তর কখনোই পাওয়া যাবেনা। দিবে ই বা কে? আর কাকেই বা দিবে?
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:১৭
যবড়জং বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
তবে,
সময় সময় প্রশ্নটাই বেশি জরুরী উত্তরটা নয় । ।
১১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯
যবড়জং বলেছেন: আমি খুবই দুঃখিত , ভূলক্রমে আমি কোন একজন (সতীর্থ ) ব্লগার এর মন্তব্য ডিলিট করে ফেলেছি , আপনি আমাকে নিজগুণে ক্ষমা করে দেবেন বলে আশা করি । ।
১২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২৭
তাওহিদ হিমু বলেছেন: সুন্দর লিখেছেন ভাই
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৫০
যবড়জং বলেছেন: ধন্যবাদ ভাই
সুন্দর লিখে বা আর কি হচ্ছে ,
সব নষ্টের দখলে যাচ্ছে ।।
১৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:০৩
কাওসার চৌধুরী বলেছেন:
এ প্রশ্নগুলো শুধু আপনার নয়; এগুলো এ জাতির প্রতিটি মানুষের। আমরা চাই উন্নয়নের পাশাপাশি সুশাসন ও সরকারের জবাবদিহিতা। +++++++++++++
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:২৪
যবড়জং বলেছেন: আমরা শুধু নিরাপদ সড়ক নয়
নিরাপদ বাংলাদেশও চাই ।।
ধন্যবাদ আপনাকে ।
১৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:৩২
চাঁদগাজী বলেছেন:
পাখীসব করে রব, বিপ্লব বিপ্লব পোষ্ট টির ২/১ লাইন পড়েছিলাম; তারপর, মন্তব্য করেছিলাম; আমার ধারণা, আপনার পোষ্টগুলোতে আপনার বক্তব্য ও মতামত থাকার দরকার।
০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬
যবড়জং বলেছেন: ধন্যবাদ , চেষ্টা করবো । নিজের মতামত সম্বলিতপোষ্ট দিতে ।
১৫| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: +++++++++++++
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
যবড়জং বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৬| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭
পলক শাহরিয়ার বলেছেন: সহমত।
শুধু একটা কথার সাথে ভিন্নমত পোষন করছি, বাংলাদেশ ব্যাংকের সোনা গায়েব হয় নাই। এমনকি অল্প সোনা পরিবর্তনের কথা রিপোর্টে এসেছে,এটাও ভুল।
০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮
যবড়জং বলেছেন: ভূল সবি ভূল ।।।
১৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
মায়াবী ঘাতক বলেছেন: রুখে দাঁড়ানো ছাড়া আর পথ নেই! পোস্টে+++
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
যবড়জং বলেছেন: ধন্যবাদ আপনাকে । ব্লগ ঘুরেই দেখুন কত জন কত ভাবে রুখে দাড়াচ্ছে ।।
শুভকামনা
১৮| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
এখওয়ানআখী বলেছেন: স্লোগানে স্লোগানে মুখরিত হোক ব্লগপাড়া। তবে আর কোনো রাবণ দেখতে চায়না এ জাতি।
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
যবড়জং বলেছেন: স্লোগানে স্লোগানে মুখরিত হোক বাংলার আকাশ বাতাস ।। তবে কিছু কিছু লোওক (লোক ) এখনো রাবণ দেখতে চায় আশেপাশে দেখলে চোখে পড়বে ( ব্লগ পাড়ায় ) । অনেক অনেক ধন্যবাদ ।।
১৯| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: নজরুল বেঁচে থাকলে হয়তো কবিতার লাইন ভিন্ন হতো। সকাল হইতে জাগন লাগে না। সকাল হইয়া ভোটের ভোট ও শেষ হয়ে যাবে এবং ভোটের আগেই পাবলিক বিজয় মিছিল করবে
১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৩
যবড়জং বলেছেন: চলেন গিয়ে বিজয় মিছিলে শামিল হই ।। ভালো থাকুন , শুভকামনা ।।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬
বিজন রয় বলেছেন: +++++++++++