![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ছবি: গুগল হতে
ছুয়ে কুহেলিকা
মন আজো একা
ভ্রমের ভ্রমনে
ছুয়ে দেখে জনে জনে
পালাবার পথে
ভূলে যাওয়া শপথে
যদি বারবার হয় দেখা
অনেক ব্যাথা হয়নি আজো শেখা
সেই চঞ্চল চোখের তারায়
নিশিথের অন্ধকারও হারায়
ব্যস্ততার অবসরে
জন্ম-জন্মান্তরে ৷৷
সেই অভিমানি ঘুনপোকা
ফিরে ফিরে আসে
কুরেকুরে খেতে এ হৃদয়
তাই হৃদয়হীন আজ বলনা আমায় ৷৷
২৫ আগষ্ট ২০১৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
যবড়জং বলেছেন: অনেক ভাল লাগার মন্তব্য ধন্যবাদ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০
যবড়জং বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০
কানিজ রিনা বলেছেন: অনেক ভাল লাগার কবিতা ধন্যবাদ।