![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
যদি ভূল হতো তোমাকে দেখা
তোমার ছবি আঁকা
মনের ক্যানভাসে
যদি মরিচিকা আমি একা
কোন রুক্ষ মরুদ্যানে
তুমি পিপাসার জল একফোঁটা
যদি আঁধারে উত্তাল
কোন মহাঝড় মহাসমুদ্রে
তুমি ছোট্ট এক পাথুরে দ্বীপ আর জ্বলজলে ধ্রুব তারা
যদি কোন গাড়ো কুয়াশার ফাকেঁ
শুভ্র শীতল বরফের সাথে
পাইন গাছের নিচে এক টুকরো স্ফুলিঙ্গ তুমি
আমার কবিতার অক্ষরে
উইপোকা
আমার গানের সুরে
ইনহেলার গ্যাস
তুমি জীবনের সাথে মিশে যাওয়া ব্যার্থ সময়।।
আমি তোমাকে চিনিনা
শুধু ভালোবাসি ........
©somewhere in net ltd.