![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ভালোবাসা ভেঙে যায়
বিশ্বাস যেমন
স্বপ্ন ভেঙে যায়
জীবন এমন।
থেকে যায় আশা
অপেক্ষার প্রতিসর
অব্যক্ত কিছু ভাষা
ভাবনাহীন অবসর।
পথ হতে গন্তব্য
আক্ষেপ আর অনুশোচনা
ভূলের সমাধী আর
হারিয়ে ফেলা ঠিকানা।
জীবনের পথে
তোমার সাথে
তোমার হাতে রেখে হাত
কোন এক সোনালী প্রভাত।
অবান্তর আমার চাওয়া
আর আমার অপেক্ষা
জানি হবে দেখা
যখন থাকবে তুমি একা।।
©somewhere in net ltd.