![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
তুমি কেমন আছো নিঃসঙ্গতা
আমি আজো তোমারে খুজে ফিরি কোলাহলে
তোমাকে ছুয়ে দেখার আমার আজন্ম সাধ
পাশাপাশি পথ চলা
অপেক্ষার ছায়া গুনে গুনে
কাঁদামাটির পথে পায়ের ছাপ ফেলে
যখন জোসনা জ্বলে
চাদেঁর পাহাড় জুড়ে
ফুল ঝরা বকুল তলায়
যখন আকাশ জুড়ে নীলের ছড়াছড়ি
মেঘের কোলে রোদের লুকোচুরি
স্রোতের জলে ঘোলা পরদেশী মৃত্তিকা
নিঃসঙ্গতা আমি আজো একা.............
২| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:৩১
যবড়জং বলেছেন: অন্নেক ধন্যবাদ আপুটা.....
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
জলপরী১৮ বলেছেন: অন্নেক ভালো লাগলো ভাইয়াটা....