![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
তুমি ঐ দূরের নিহারিকা
এ পথে চলেছি আমি একা
আর বারবার ফিরে চেয়ে
হারিয়ে আবার খুজে পেয়ে।।
বলেছি যে কথা বাতাসের কানেকানে
তোমার মনের আকাশ তাকি জানে?
বুকের কোণে গোপনে
লুকিয়ে রেখেছি যে সুখ
স্বপ্নের ঘোরে উজ্বল হয়ে
ভাবনার রঙে তুলি ছুইয়ে
আঁকিছে তোমার মুখ।।
তাই আজো একাকি
তোমার চোখের মায়ায়
বেদনার নিঃসঙ্গ ছায়ায়
অভিসারে গোপনে চেয়ে থাকি।।
©somewhere in net ltd.