নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। [৬৭:১৩]

যবড়জং

স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।

যবড়জং › বিস্তারিত পোস্টঃ

আমরা বণ'মালা

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

বণ' মালারা কাতরায়
বণ'মালারা অসহায়
কবিতার চোখে জল
কবিতার রক্ত উচ্ছল
কবিতার ভাষা প্রতিবাদী
রাজপথে কবিতা আর কবিরা বিবাদী ৷
কাগুজে বাতাসে ঝড়ের শঙ্কা
থেকে থেকে বাঁজে কবি কবিতার ডঙ্কা
কবিতারা হয় বন্দী ছন্দের জালে
কবি হাসে কলমেতে কালি ঢালে ৷

কবি আয়েসেতে চোখ বুজে
পায়ানা খুজে
ভোতা কলমের খাঁজে খাঁজে চলে গুন্ঞ্জন
কবিতারে দেবে কী করে সাজা
ভেঙে দেবো নাকি মাজা
কলরব ওঠে অন্তমিলে, তা কেমন ৷

কবি বাহানা খুজে স্বরবণ'রা করে থাকে ভীড়
পা চাটা কুকুরের মত
কবি নতুন লেখায় মন করে
স্থির
কুকুরের জ্বিভে ততদিন বেড়েছে ক্ষত ৷
উদম বেহিসেবি একরোখা মনে
ধরছে আগুনে
হিংসা আর লেলুপ দৃষ্টিতে
ঢাকা পড়েছে আস্তরনে
ভেঙে গেছে তখন ,তার তখত সিংহাসন
দূবার কোন এক ঝড়ে ৷

ব্যন্জ্ঞনবণ'রা তাই নেমেছে উল্লাস মিছিলে ৷

হে ক্ষনিকের কবি বণ'মালাদের ভূলনা
মিথ্যে কোন ছন্দে কবিতার মালা বুননা
সময় সংক্ষিপ্ত ...........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.