![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
অনেক দিন হৃদয় ভাঙার শব্দ শুনিনা
মনের বনে মাতাল ঝড় উঠেনা
নিঘূ'ম করে দিতে ফিরে আসেনা
অবিশ্বাসী নিঃশ্বাস ,
তারাদের গল্প ভূলে যাওয়া ছায়াপথে
হাঁটতে ইচ্ছে করেনা অনেক দিন
অবাক জোসৎনায় সাধ জাগেনা হতে সন্ন্যাসী,
মহাকাব্যের আমর অধ্যায়,
কারো ছুয়ে দেখা বকুলের মালায়
এখন জমেনা হৃদয়ের উত্তাপ
ঢেউ ভাঙেনা আর দুচোখের আঙিনায়
শ্রাবণেরা ফিরে যায়,
রেখে যায় ভাঙনের সুর শরৎ এর শুভ্রতারা
ফিরিয়ে দেয় শুষ্ক শীতল নিমন্ত্রণ
রক্তের স্রোতে মিশে ফিরে ফিরে আসে
আমার বসন্তের আন্দলোন,
এখন আর ইচ্ছে করেনা কোন উপমায়
সাজাতে তোমায়
থাকতে অপেক্ষায়
তোমার পথের সিমানায় ৷৷
এখন অপেক্ষারা যাযাবর ৷৷
©somewhere in net ltd.