![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
তোমাদের রেখে যাওয়া নিঃশ্বাসে
আজো ফ্যাকাসে বাগানবিলাস
এ শহর বুড়োদের চোখে
ঝপসা আকাশের নীল পাথর প্রণয়
কাঁটাতারে কাক,বন্ধ সদর
স্বপ্নের নিচে চাপা পড়ে থাকা আশার বুদবুদ
জমে যাওয়া সুয়ারেজ,থেমে থাকা অবাঞ্চিত সময়
প্রতিদিন রাত সংঘাত নিয়নের আলোয়
ভালোবাসা কেনা অথবা বেচা চারদেয়ালে
র্পাকের বেঞ্চ,সিনেমার আঁধার,গলির শেষমাথা
আলেয়ার আলোয় ছেয়ে থাকা বেলকুনি
হাজারো তৃষ্ণারা ফেরে চোখে অথবা মনে
প্রশ্নেরা আসে ফিরে জন্মান্ধ কীটের পিঠে
অপারেশনের টেবিলে হৃদয় করে ছটফট ।।
এ শহর যাদু জানে
টেনে আনে কাছে রেখেদেয় করে বে-ওয়রিশ লাশ ।
©somewhere in net ltd.