![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
তুমি নিঃসঙ্গ তিথি
হঠাৎ অতিথি
ভূলে ভারা জীবনের গল্পে ,
আমার একাকিত্বের রাত
ক্লান্ত প্রভাত
পুরোটা হেরে যাওয়া সংকল্পে ।।
তুমি মিথ্যে ভাবনা আমার
তুমি সবটুকু তোমার
আমি শুধুই অবান্তর,
স্বপ্নের পিচ্ছিল পথে
বেদনার সৈকতে
চলেছি গন্তব্যে অনন্তর ।।
©somewhere in net ltd.