![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ইচ্ছেরা খুব তাড়াহুড়ো করছে ইদানিং
কোন এক সূর্য না ওঠা ভোরে শিশির ভেজা সবুজ ঘাসের বুকের উপর খালি পায়ে
কোন এক অচেনা সৈকতর লোনা জলে ভিজে
নিঃস্তব্দ কোন এক বনবীথির ছায়ায় বসে
বিকেলের রোদে ফসলের ঘ্রাণে
সূর্যডোবা কোন রক্তিম সন্ধ্যায় বুনোহাঁসেদের সাথে
রঙহীন গধুলিতে জোনকীর আর ঝিঝিদেঁর গানে
রুপালী জোসৎনায় দিগন্তরের মাঠে
বসন্তের পাতাঝরা পথে
শ্রাবণের ঘনর্বষায় কদমের ছোয়ায়
কুয়াশার রহস্যময়তায়
........ তোমাকে খুজে ফিরতে
খুব ইচ্ছে করে ।।
নিরাবতারা সমস্বরে ;;;;
চেচিয়ে তখনি বলে আমি নাকি একা
ইচ্ছেরা খুব তাড়াহুড়ো করছে ইদানি......
©somewhere in net ltd.