![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
"হয়নি যদিও বলা
হয়েছে তবু বহুবার,
তোমার আমার
দূরত্বের মরিচিকায়
গিয়েছে হারায় ।
গিয়েছে ক্ষয়ে
অনুভূতির সব উপহার
আবার বারবার
না জানা সব বেদনার স্তুপে
রেখেছি মেপে
অনেক দরে কেনা
মূল্যহীন ভালোবাসা ।
সব আবেগী প্রেম
সময়ের ফ্রেম
নিয়েছে এঁটে
আজো তাই ফিরি
হেঁটে হেঁটে ,
চেনা পথে
মুছে যাওয়া সৈকতে ।
হাতে হাত রেখে হয়নি
পাশাপাশি চলা
হয়নি যদিও বলা
হয়েছে তবু বহুবার" ।।
শুধু..
চোখের জলে মিশে থাকা
স্বপ্ন মোছার
হয়নি কোন ক্ষণ
কোন বন্ধন
বাধেঁনি হৃদয়
সময় শুধু অপেক্ষায় ।।
-- রেজা
০৩.১০.২০১৬
রাত- ০১:৫৮
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৭
যবড়জং বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো ।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি হয়েছে।
২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
যবড়জং বলেছেন: ধন্যবাদ ।#দিশেহারা রাজপুত্র
৪| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০
মোঃ রফিকুল ইসলাম খান বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।
২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
যবড়জং বলেছেন: ধন্যবাদ ।#মোঃ রফিকুল ইসলাম খান
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৪
মোঃ রফিকুল ইসলাম খান বলেছেন: পড়ে ভালো লাগলো ।