নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। [৬৭:১৩]

যবড়জং

স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।

যবড়জং › বিস্তারিত পোস্টঃ

সেই চোখ যেখানে আমি নেই

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬



সেই চোখ
মায়া ছলছল
নিপুণ কাজল
চশমার ফ্রেমের আড়াল,
সব ঠিক আছে
আমি শুধু মিছেমিছে
ঘুরেছি ভ্রমের পিছে,
যতবার হারাই
আর খুজে পাই
যেখানে আমি নেই,
সেই চোখ
তবুও দূর ধ্রুবতারা
হাল ভেঙে দিশেহারা,
নাবিক মন
অনন্ত জীবন,
চোরাবালি খুব
যতবার দেই ডুব,
সে পিপাসা রয়ে যায়
অতলে হারায়,
বুভুক্ষ মন
অসীম জীবন,
এক টুকরো স্বপ্ন অথবা ভালোবাসা
চাইতে গিয়ে ফিরে আসা,
শুধু সেই চোখ
যেখানে আমি নেই ।।
--রেজা
২৪.১১.২০১৬
রাত-০১:১৩

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

খায়রুল আহসান বলেছেন: সব ঠিক আছে
আমি শুধু মিছেমিছে
ঘুরেছি ভ্রমের পিছে
-- ভাল লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

যবড়জং বলেছেন: ধন্যবাদ #খায়রুল আহসান ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

হাল ভেঙে দিশেহারা,নাবিক মন আহা! এ দশা হল কি করে! বুকে সমুদ্র ধারণ করুন। ব্যাথা কমে যাবে।

আর উত্তর দেবার সময় কমেন্টের সবুজ বাটন টিপে এন্সার দিবেন নাইলে নোটিফিকেশন পাওয়া যাবে না।
আর হ্যা, অন্যদের লেখা আরো পড়ুন আর বুঝুন। কবিতাটির থিম ভাল লেগেছে!

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

যবড়জং বলেছেন: মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ । ।
বুকে সমুদ্র ধারণ করতে বলছেন .....। চেষ্টা করে দেখি :)
ব্যাথা কমেবে তো ???

আবারো ধন্যবাদ ।।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
এই তো নোটিফিকেশন পেলুম। বাহ! আপনি পেরেছেন। কেন নয়। ডুব দিয়েই দেখুন! সমুদ্রজল ডাকছে!

২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

যবড়জং বলেছেন: আপনার কাছ থেকে শিখলুম ...পুলকিত হলুম ।। ;)

আবারো অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

মোঃ রফিকুল ইসলাম খান বলেছেন: শুধু মিছেমিছে
ঘুরেছি তার পিছনে, ওই চোখে আমি নেই...........শুধুই মায়া।
পড়ে খুব ভাল লেগেছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫০

যবড়জং বলেছেন: আপনার ভালোলাগায় অনুপ্রানিত হলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.