নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। [৬৭:১৩]

যবড়জং

স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।

যবড়জং › বিস্তারিত পোস্টঃ

একটা চিঠি

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৭


#ছবি : লেক রোড, সংসদ ভবনের পিছনে ।

একটা চিঠি লিখে রেখেছি, সময়ের অভাবে পোষ্ট করা হয়নি ।
হয়ে গেছে অনেক দিন, পোষ্ট করলেই বা কি হতো ।
আকাশের ঠিকানায় লেখা চিঠি কি কোন দিন তোমায় আঙিনায় পৌঁছতো ?
বাস্তবতার পিছনে ছুটতে ছুটতে তো অনেকটা পথ চলে এসেছি ।
ভালোবাসার আবেগ গুলো ক্ষয়ে ক্ষয়ে বালুকণার মত উড়ে গেছে ।
চেয়েছিলাম জীবনে একটা না পাওয়ার যন্ত্রনা থাক ।
তাহলে হয়তো সেই যন্ত্রনাই আমাকে অনেক দূর নিয়ে যাবে ।
জীবন তো কাব্য নয় তাই এখন আর ছন্দে মিলছেনা ।
চিঠিরা উপহাস করে, শব্দ আর বর্ণেরা ধিক্কার দেয় ।
কি হতো চিঠিটার তোমার হাতের ছোয়ায় ?
চিঠিটা বোঝেনা , সে যন্ত্রনায় পড়তে হয়নি তার ।
আমি হয়তো ভূল , তবুও বুক পকেটে চিঠিটা আজো ছটফট করে ।
কতবার বার বলেছি, বোকা কোথাকার, এখন কি কেউ চিঠি লেখে ।
তবুও বোঝেনা , বলে লিখেছিলে কেন, কি দোষ আমার ।
আমিও চিঠিটার কোন দোষ দেখিনি ।
দোষ তো সব আমার !!
চিঠিটার সব যন্ত্রনা আগুনে পুড়িয়ে ছাই করে দেব ভাবলাম ।
কিন্তু ভালোবাসা নামক আবেগটাও যে পুড়ে যাবে সেই সাথে ।
ভাবলাম থাকনা কিছু বেওয়ারিশ ভালোবাসা,আকাশে উড়ুক ।
তাই আকাশের ঠিকানাতেই তাকে উড়িয়ে দিলাম ।

২০/১২/২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.