নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। [৬৭:১৩]

যবড়জং

স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।

যবড়জং › বিস্তারিত পোস্টঃ

হৃদয় চাবি

২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

ছবি : সংগ্রহ
ভালোবাসা সংকল্পহীন এক মিথ্যে জড়ানো ভয়
জীবন জড়তা মেশানো এক অভিলাশ
অনুরাগ অভিমান প্রেম প্রণয় অভিনয়
সব স্বপ্ন ভাঙা, স্বপ্ন গড়ার আশ্বাস ।।
অবশেষে সুখ বলি কারে
বালিকার হাসি, নাকি বেশ্যার ঢং
মুছে যাওয়া সবটুকু রং
নাকি জমে ওঠা বেদনারে ?
ছিড়ে ফেলো সব গাঁথা মালা
নিজেকে ভূলিওনা আর
আসবেনা ফিরে তোমার বসন্তেরা
শৈশব গেলে মন বৃদ্ধ হবে আবার
গলে যাবে শীতের বরফেরা
জ্বালা হৃদয়ের বড় জ্বালা ।।
আগুনে কি আর দোষ বলো
পতঙ্গ তারে বাসে যে ভালো
আমার কি তাদের মত আছে অত বল
তোমায় ছুয়ে বিলিন হওয়ার ছল
ছুটতে গিয়ে থমকে দাড়াই
নিজের মাঝে নিজেরে হারাই ।।
যতই বলি মিথ্যে সবি
তবুও বলি আমার হবি,
চোখের তালা ভাঙবি কবে ?
নিয়ে আমার হৃদয় চাবি ।


১৮/০১/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.