![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ছবি : সাগর পারভেজ
তুমি এভাবেই বদলে যেতে দাও
দূরে সরে যাও
বাঁধা পড়োনা কোন স্নেহের ডোরে ,
মায়ার জালে জড়িওনা আর
ভূলে যাও যতকথা তার
ভালবাসিবার অবসর
হবেনা তোমার আর
বাতাসে উড়িয়ে দেওয়া সব টুকরো টুকরো কথা
শুধু সেই ছবি জুড়েছে যে হৃদয়ের পাতা
ভূলে যাও তারে ।।
ভূলে যাও ,ভূলে যাও তারে
থাকে যে দৃষ্টির সিমানায়
দূরত্বের মরিচিকায়
যে দেবেনা ধরা তোমায়
প্রণয়ের সবটুকু মোহ ফিরিয়ে নাও
তুমি এভাবেই বদলে যাও।
তার গালে টোল পড়ে বলে
ক্ষুইয়না হৃদয়
তার দিঘল চুলে বকুলের মালা
তাতে তোমার কি আসে যায়
তার চোখের উপমায়
কত কি যে বলা হয়
মায়াবীনি হরিণী নয় কৃষ্ণগহ্বর
টেনেনিয়ে যেতে চায় মহাবিশ্বের সব প্রমিক হৃদয় ।
তবুও, ভূলে যাও তারে
কি সাধারণ আপেক্ষিকতায়
ঝুলছে তোমার হৃদয়
মধ্যাকর্ষন আর প্রত্যাবর্তনের শেষ বিন্দুতে
মিলবে না মন অবসিন্ধুতে
যতই ধারন কর প্রেম
সব বৃর্থা হেম
মহাজাগতিক দিগন্তে মিশে
নক্ষত্র মন চুপসে গেছে অবশেষে
অতপর অনিবার্য রোদন ।।
জোড়া শালিকেরা ফিরে গেছে ভীষন অন্ধকারে
ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছে সোনালী চিল
আছে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা
অথবা তুমি অপরিচিতা ।
সন্ধ্যা ৫.১০
১৪/০১/২০১৭
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০
যবড়জং বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো..
প্রমিক < প্রেমিক হবে