![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ছবি : চন্দ্যিমা উদ্দান
জানি হবেনাতো দেখা
এই পথে কভু একা
ছায়া ছুয়ে ছুয়ে বিকেলের রোদে
মায়ায় বোনা বেদনার ফাদেঁ
পড়বেনা কোনদিন মন
জানি সব অরন্য রোদন ।।
এই পথ বেদনার বুক চিরে
বারেবার আসে ফিরে ফিরে
ক্ষতবিক্ষত করতে হৃদয়
ভালবাসা বুঝি এমনি হয়
প্রশ্ন করে আবেগী মন
জানি সব অরন্য রোদন ।।
এ পথের শেষে
যদি যায় মিশে
তোমার সুখের সিমান্ত
জেনে রেখে আমি তার অন্ত
ভেঙে যাওয়া তোমার দূরন্ত মন
জানি সব অরন্য রোদন ।।
পথ সেতো দূরত্বের সমিকরণ
আলগা হয়ে যাওয়া সর্ম্পকের বাঁধন
দূরত্ব সেতো মরিচিকা
সেই তুমি দূরে আমি একা
সম্পর্ক সেতো স্বপ্নের সাতকাহন
জানি সব অরন্য রোদন ।।
থাকো দাড়িয়ে এই পথটার শেষে
আমি জড়াবো তোমাতে ভালবেসে
পৃথিবীর সব রং হয়ে যাবে ফিকে
লাল রঙের ভালবাসাই রবে শুধু টিকে
হয়তো কখনো হবেনা এমন
জানি সব অরন্য রোদন ।।
পথ যদি হারায় পথের আড়ালে
কি হবে তোমার মুখমুখি দাড়ালে
কি হবে যদি বলি ভালবাসি
কি হবে যদি একটু কাছে আসি
ভাবানাতেই তো কাটলো জীবন
স....ব....ব....ব... অরন্য রোদন ।।
০৩.০১.২০১৭
রাত-০১:২৩
©somewhere in net ltd.