![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
ছবি:গুগোল হতে
ভালবাসা ভূলে গেছে
পাতার শরীর অথবা কাঠ কয়লায়
মন ভিজেছে লবনাক্ততায়,
যেখানে গভীর ঘুম ছুয়ে যায়
অনন্ত মোহনায়,
কুয়াশার মমতায়
অালোর খোজেঁ,
কাঁটে সময়
দুচোখ বুজে,
যেখানে শিকড়
গেছে চলে,
পিপাসার সীমানার মর্মতলে
দ্বার খোলা প্রণয়ের
বিচ্ছুরিত আলো আনন্দের দলে,
খুজে নিতে পারেনি তবু
তোমাদের অথবা তোমার খনিজ হৃদয় ।।
৩০ জানুয়ারি ২০১৮
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪
যবড়জং বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে আবেগ---
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
যবড়জং বলেছেন: ঠিক বলেছেন (আসলে লিখেছেন) , মন্তব্যের জন্য ধন্যবাদ আর শুভকামনা।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
জাহিদ অনিক বলেছেন:
বেশ ! হৃদয় বৃক্ষ !
শেকড় ছড়িয়ে গেলে আর মোছে না ------
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮
যবড়জং বলেছেন: শেকড় ছড়িয়ে যেতে দিন... , মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: হুম, সুন্দর এবং গভীর উপলদ্ধি।