![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
ছবির উৎস - Amajon.com
অপরাজিত পড়ার পর,,,
নিতান্ত অজপাড়াগাঁয়ে কিংবা মফস্বলের উদার প্রকৃতির মাঝে শৈশব-কৈশোর কাটানো মানুষগুলো জীবনের প্রয়োজনে ঢাকা শহরে আসে। ব্যস্ত,ইদুরদৌড়ে ছুটতে থাকা মানুষের শহরে স্বার্থের জন্য ওরাও স্বার্থপর হতে শেখে। সরলতার মাঝে লাগে বাড়তি প্রলেপ। তবে এটা মেকী,সত্যিকার মানুষটি মনের গহীনে চুপটি করে থাকে। স্পর্শাতীত এই সত্ত্বাটুকুই তাদের সরলতা,সহজতা,প্রকৃতিপ্রেম,ন্যায়-অন্যায় বোধ এবং সদা উৎসাহী,সবকিছুতেই আগ্রহী কৌতুহলী একটা মন ধারণ করে। সে মনের অস্তিত্ব সবাই বোঝেনা। শহুরে যান্ত্রিকতা এই সত্ত্বাটাকে নষ্ট করতে পারেনা। প্রকৃতির সাথে যখন একাত্ম হতে পারে তখনই তারা নাগরিক জীবনের মোহ ভুলে যায়-ভুলে যেতে পারলেই বাঁচে।
কিন্তু ভুলে কি থাকা যায়!
জীবন ও জীবিকার টানে,বৃহত্তর মানুষের অর্জনে নিজের ক্ষুদ্র অর্জনটুকুকে স্থান দিতে তার নিত্য কৌতূহলী মন সবসময় সজাগ থাকে। কিন্তু সফল হওয়ার প্রশ্নের মত কিছু নাগরিক বোধ তার কৌতুহলী সত্ত্বাটাকে ঢেকে দিতেই উৎসাহ দেয়। অথচ সফল হতে পারেনা।
পথের পাঁচালী,অপরাজিতের অপুর সাথে একাত্ম হয়ে ওরা হারিয়ে যায় তাদের সেই পুরনো বন-জঙ্গল,নদী-ধানক্ষেত ঘুরে বেড়ানো শৈশবে। বিকেলের আকাশ জুড়ে রঙিন ঘুড়ির আনাগোনা শুরু হয় আবারও। পুকুরে সাঁতরে কাটানো দুপুর,নদী পাড়ের সন্ধ্যা,পাখির ডাকের ভোর,বাঁশবন,বিল,খাল,শাপলা শালুক! যার সাথে তুলনা চলেনা নাগরিক কোন কিছুরই!
সাথে আছে স্নেহের দিদি দূর্গা!!!
চোখ বুজলেই হাজারো দূর্গার ছবি মনে ভাসে!
অপুর মত এরাও শহরে এসে সংগ্রাম করে,বাঁচতে শেখে নতুনভাবে। প্রায়শই হাঁসফাস করে মহানগরীর ব্যস্ত,ক্লান্ত,অস্থিরতায়! অপর কলকাতা আর তাদের ঢাকা এখানে মিলে মিশে এক। অপুর মতই এরা সুযোগ পেলেই চলে যেতে চায় নাগরিক ভিড়বাট্টা ছেড়ে বহুদূরে!! নির্জন কোন নদী,বন,মাঠ,পাহাড়ের কাছে।একদম প্রকৃতির কোলের কাছে!
শৈশব-কৈশোরে এরা পথের পাঁচালীর অপু আর তারুণ্যে অপরাজিতের অপু।
বাঙলার প্রত্যেক গ্রামীণ কিন্তু শহরবাসী তরুণের মনের মধ্যে বাস করে অপরাজিতের অপু!
মাঝে-মধ্যে শৈশবের স্মৃতি হাতড়ে ওরা পথের পাঁচালির অপুর সাথে স্মৃতির মোড়ে মোড়ে হারিয়ে যায়।
হারানোতে যে কত সুখ এ শহুরে মানুষ বুঝবেনা।
বুঝবো আমরা নিতান্ত গেঁয়ো অপুরা!
কেননা তাদের মনের পর্দায় প্রতিটিক্ষণ চলতে থাকে এক আশ্চর্য চিত্রপ্রদর্শনী!
যেখানে চিত্রকর্মগুলোর নাম, নদী পাড়ের সন্ধ্যা,পাখির ডাকের ভোর,বাঁশবন,বিল,খাল,শাপলা শালুক,পদ্ম,নৌকা,ভেলা,অবাধ্য সাঁতার,বিহঙ্গ সঙ্গীত সন্ধ্যা,মেঠোপথ,খেতের আল ধরে হাটা,গাছ,বন,জঙ্গল,বুনো ফল,ফুল,পাখি,সাপ,ব্যাঙ,গিরগিটি,তক্ষক,গুইসাপ,শেয়াল,সজারু,বনমোরগ,বেজি,কাঠবিড়ালি,বোলতা,মৌমাছি,কেরোসিন বাতি,কুপি,অন্ধকার,রাত,জোছনা,লোকছড়া,গল্প,রূপকথা,কিস্সা,শিলোক,পালাগান,জারিগান,কবিগান,ভাটিয়ালি,ধান ভানা,মাড়াই,গরু,মোরগ,হাঁস,মাঠ,কদম,কাঁঠালচাপা,বেত,বাঁশ,মূর্তা বন,হাওড়,নদী,আকাশ,দিগন্তবিস্তৃত মাঠ,কানামাছি,গোল্লাছুট,বাঘবন্দী,ক্রিকেট,ফুটবল,সোনারটুকনি,বন্দিবন্দি,বরফ-পানি,লুকোচুরি,,,,,,,,,,,,,,,,,,,,,,,চলবেই,,,শেষ হবেনা কোনোদিন!!!!
©somewhere in net ltd.