![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
বৃষ্টি ও প্রকৃতি নিয়ে লেখা তিনটি কবিতা-
১।
" বাদলা দিনে "
আকাশ চিরে নামল এবার মত্ত বাদলধারা,
বাদলা দিনে জলস্রোতে মনটা বাধনহারা।
ধ্বংস নৃত্য মেঘের সাথে আজকে হল শুরু,
বাধ্ভাঙা এক উচ্ছ্বাসে আজ মনটা উড়ু উড়ু।
বাদল জলে নাইছে আজি স্নিগ্ধ কদম গুচ্ছ,
ধবল বক বৃষ্টি মাঝে মেলে দিলেন পুচ্ছ ।
অভ্র প্রাচীর কোণে এবার ডুব দিয়েছে সূয্যি ।
এমনি করেই , সূয্যি মামা ডুববে এবার রোজ কি ?
রোদ বিরহে কচি পাতার মুখ হয়েছে কালো
তাইনা দেখে চন্দ্রবাবু জ্বেলে দিলেন আলো !
গর্ত ছেড়ে ব্যাঙগুলো আজ গাইছে খুলে প্রাণ ।
পাখিগুলো বাসায় বসে শুনছে জলের তান !
বৃষ্টিধারা , মিষ্টিধারা আসবে আবার কি ?
তোমার জন্যে বর্ষা ঋতুর দরজা খুলে দি ?
।৮ ই ফাল্গুন ১৪২০।
২০/০২/১৪
২।
" প্রকৃতি "
দিগন্তে আকাশ ছুঁয়েছে মাটিকে মিশেছে মাটির সনে,
খালগুলো সব একেঁবেকেঁ চলে গিয়েছে গহীন বনে ।
সাগর নদী চৌমোহনায় দুজন দুজনে মিলে,
গাঙচিলগুলো চলে গেছে ঐ দূর আকাশের নীলে ।
বর্ণিল শত ফুলের বাসরে মৌমাছি মধু যাচে,
গগনে মেঘের গর্জন শুনে ময়ূর পুলকে নাচে !
পাতার আদরে ফুলগুলো যেন একে অপরের মিতা;
প্রিয়ের বিরহে বেদনায় রাঙে নীল অপরাজিতা ।
প্রজাপতি তার রঙিন ডানায় সপ্তবর্ণ আঁকে,
হয়তোবা তার বর্ণে বর্ণে রংধনুটাই থাকে ।
এত অপরূপ নিখিলের রূপ ,চেয়ে চেয়ে যবে দেখি,
আমি শুধু ভাবি হৃদয়ে আমার আজিকে হয়েছে একি !
রূপবতী হে প্রকৃতি তুমি অঞ্জলি মোর নাও ,
ফিরিয়ে দিয়োনা আমার এ দান যত পাও লয়ে যাও ।
।। ৯ ই চৈত্র ১৪২০
২৩/০৩/১৪।।
৩।
"বৃষ্টি "
বৃষ্টি এসে বিকেলগুলো ধুয়ে নেয়।
বিকেলের আবেদন মুছে গিয়ে সন্ধ্যা নামে - তারপর রাত
রাতের আকাশে ভেসে যায় - অনন্ত নক্ষত্রবীথি ।
বৃষ্টির স্রোতে বান ডাকে ,
ভাসিয়ে নেয় যাকে খুশি তাকে
এই বৃষ্টি আসে আশীর্বাদ হয়ে,
টিনের চালে নুপূরের নিক্কণ হয়ে,
মানব মনে ভালোবাসার শিহরণ লয়ে ।
বুড়ো শালিক কেঁদে চলে অবিরাম,
সকাল , বিকাল হয়ে রাত থেকে মাঝরাতে
কাকে যেন মনে পড়ে তার,
কে যেন চলে গেছে দূর থেকে বহু দূরে ।
মেঘেদের কষ্টের সংবাদ নিয়ে
বৃষ্টি আসে ধরণীতে ।
কাকে স্মরণ করে সে নয়ন বারি ঢেলে ?
এই বৃষ্টি ফিরে ফিরে আসে বারবার তার প্রিয় এই মর্ত্যলোকে।
©somewhere in net ltd.