নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

কবির জন্মান্তর

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫


( আবু হাসান শাহরিয়ারের ' কালের কবিতা কালান্তরের কবিতা ' বইটি পড়ার পর লিখেছিলাম লেখাটি)


আমার বোধের শরীরে জমা থাকে সবগুলো বৈষ্ণব কবিতা,
রাধা-কৃষ্ণের লীলা আর বিরহ,নতুন সন্দর্ভের মাঝে সাজায় দারুন বেসাতি;
ক্ষোভ থেকে রোদ গলে নামে হৃদয়ের অলি-গলি পথে,
মননের দূর্ভিক্ষ লাগে মিছিলের শূন্য রাজপথে।

শিল্পের আকালে বসে শুদ্ধতম শিল্পের পদপ্রান্তে করি শ্রদ্ধার্ঘ্য অর্পণ!
শোনো হে কাব্যস্বরস্বতী! তোমার কলমটি আমাকে দাও,
জগতের তাবত কাগজ জড়ো করে আমি ফোটাবো অনিন্দ্য সব কবিতার ফুল!
জানিনা সময়ের স্রোতে ভেসে যেতে পারবো কিনা উত্তীর্ণতার পথ,
কবিতা লিখেই যাবো,কবিতা পাঠে জমাবো আসর,
এই হোক এ শতকের প্রধান শপথ।

কবিতার টাইম মেশিনে চড়ে যেতে চাই সময়ের সাথে সাথে
নিয়ত জন্মান্তরের দিকে;
জন্মের প্রথম দিবসে আমি ওয়া! ওয়া! বলে
যে অনবদ্য বিশ্বকবিতা রচনা করেছিলাম,সেটাকে হেলায় অগ্রাহ্য করলেন
জনৈক পত্রিকা সম্পাদক!
প্রেমিকা এসে কলম কেড়ে নিলো হাত থেকে ,গাল ফুলিয়ে বললো-
- কবিতাই যেন তোমার সব! আমি কেউ না!
আমি ওকে কি করে বোঝাই!
জন্মের বহু আগে যখন কোন এক চর্যাকবি লিখে গেছেন সব
কষ্ট,ব্যথা, বোধ,
প্লেটো যেদিন তার আদর্শ রাষ্ট্র থেকে নিষিদ্ধ করলেন সকল কবিদের!
সেই সেদিন থেকেই লেখা হয়ে গেছে আমার অলিখিত ভবিষ্যত-
এক শূন্য - সফেদ কবিতার খাতায়!

আর যত অনাগত দিন জমা আছে সময়ের ভাড়ে,সবটুকু সময় নিংড়ে
যে কজন কবি ও কবিতা পাবে ,
তাদের কলমের কালি হবে আমারই রক্ত,মাংস,ফসিল!

আমার কবিতা যাবে পেরিয়ে সহস্র পথ,
অজস্র রজনী ওরা রাত জেগে বসে পাহারা দেবে পুরো মানবসমাজ!

আমার পুরো শরীর পচে যাবে মৃত্যুর পর,শুধু পচবেনা মস্তিষ্ক ও হৃদয়!
এদের জন্মান্তর হবে আবারও সেই সময় ও স্রোতের নিয়মে!
কেননা কবিতার পরমায়ু পেয়েছে তারা,
কবিতার মহকালব্যাপী নিশ্বাসে জমে ওঠে মহাজীবনের সব মহাকালীন দীর্ঘশ্বাস!

০৮-০৮-১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.