নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির খোয়ারি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

স্মৃতির জরায়ু থেকে জন্ম যার,তার জন্য প্রতীক্ষায় থাকি,
তারে আমি ভালোবাসায় জড়িয়ে রাখি স্বপ্নে,কল্পনায়,
বাস্তব,অতিবাস্তব,পরাবাস্তবতার দ্বন্দ্বের ভেতরে,
অথচ সে ভূত-ভবিষ্যত অন্ধকার করে শেষে
চলে যায়, হয়ে যায় বিস্মৃতি-সন্তান!
.
টর্নেডো এসে ধ্বংস করে দেয় সব নিয়তি বিধান,
তবুও প্রায়ান্ধকার আকাশের মাঝে তার মুখের মত উজ্জ্বল তারাটি,
আমায় পথ প্রদর্শন করতে থাকে।
তখন রবিঠাকুরের মত বলতে ইচ্ছে হয়,
"তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,,,"
অথচ মূকবধিরতা চেপে ধরে আমার কণ্ঠরোধ করে ।
.
নিঃশেষে বিভাজ্য হই স্মৃতির জলদ-অন্ধকারের ভেতর,
যখন শুনি-
"আবার আসিব ফিরে,ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।"
জীবনবাবুকে নিতান্ত অনমনস্কতায় হেটে যেতে দেখি।
.
এমনি স্মৃতিকাতরতার ভেতর দিয়ে আমাদের কেটে যায় অনেক জন্ম,
শুধু একজন্মই আমাদের অজস্র জন্মান্তর।
.
একদিন মৃত্যু এসে শেষ করে দেবে এই বারবার জন্মের স্বাদ,
নিশ্চেষ্ট স্মৃতিময়তাই আমাদের প্রিয় সেই প্রাণের আস্বাদ।

১৬-০৬-১৭
শ্যামলী ,ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.