![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
ফুরিয়ে ফেলেছি জীবন,
স্মৃতির সোনালী পাতাগুলো হারিয়ে গেছে মহকালের গহ্বরে।
অঝোর কান্নায় সুপ্ত অট্টহাসি কিংবা
উচ্ছল আনন্দের বুকচাপা বিষাদ-আর নেই।
প্রিয় স্বপনচারিণী,
এখনও তুমি আমার কাছে অনস্তিত্বের মেঘ,
তোমায় পেয়েছে কি কেউ?
জিজ্ঞেস করতেও কুন্ঠা জাগে মনে;
যদি জেনে যায়,বুঝে যায় নিপাট ভালোবাসাটুকু
না,পাই বা না পাই,বলবোনা কাউকে।
এক জীবন দীর্ঘ পথে হেটেও পাইনি,
জানিনা সহস্র মৃত্যুপথে হাটলে পাবো কি-না!
এ নিশ্চয়তা দাও বা না দাও,
এইসব পথ ধরে অলস নির্লিপ্ততায় আমি হেটে চলে যাবো,
অনেক অনেক দূরের মাঠ-প্রান্তর-নদী ছাড়িয়ে,
আর এন্ড্রোমিডা থেকে কেপলার পর্যন্ত আলোকবর্ষব্যাপী,
আমার সুদীর্ঘ পদচারণার শব্দে মুখর হবে বাতাস।
জীবনসায়াহ্নে মৃত্যু এই দেহ নেবে তো নিক,
আমি ছায়ামূর্তি হয়ে হাটবো,হেটেই বেড়াবো,
আসবো,তোমার দিকেই আসবো।
যদি কোনোদিন হঠাৎ স্বয়ং তোমার দেখা পেয়ে যাই,
এবং উষ্ণ আলিঙ্গন প্রত্যাশায় বাড়াই সতৃষ্ণ হাত,
তখন দোহাই তোমার,ভয়ে ফিরিয়ে নিয়োনা মুখ।
--------------------------------------------------
২২-১২-১৬ইং
হবিগঞ্জ।
©somewhere in net ltd.