নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

একটি ঘৃণা সংক্রান্ত ইশতেহার

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯

তোমাদের এই নষ্ট-ভ্রষ্ট,বেশ্যা সমাজকে আমি ঘেন্না করি,
মানসিক ধর্ষণের শিকার সব মানুষের শরীর ছুঁয়ে বলছি,
এই কলঙ্কিত সমাজিক রোদ আমি ঘৃণা করি,
যে বায়বীয় নীতিবোধ আমাদের শৈশবে শিখিয়েছো ,
এদের আস্তাকুড়ে ছুড়ে ফেলে শয়তানের বিরুদ্ধে শয়তানিতে লিপ্ত হই!
চিৎকার করে বলতে পারি সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে,
কিংবা জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পাশ করে
নিতে পারি আমার সব ঘৃণা সংক্রান্ত বিল।
মানবাধিকার কমিশন বন্ধ করে দিয়ে শয়তানি কমিশনের গোড়াপত্তন করে
স্যালভেশনের ছুড়ির নিচে ফেলে ফালি ফালি করবো,
শোধরাবো মিথ্যুকদের নোংরা কণ্ঠনালী!
আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে পৃথিবীর কোন আদালতে
আমার নামে দায়ের করতে পারো ৫৭,৫৮,৫৯ কিংবা যে কোন
ঘৃণা সংক্রান্ত ধারায় অজস্র মামলা। তাতে তোমাদের পাপগুলো আরো নগ্ন,
আরো বীভৎস হয়ে ফুটে ওঠবে।
ইচ্ছা হলে শতবারের মত সংবিধান সংশোধন করে হলেও
আমাকে নিষিদ্ধ করতে পারো এই সমাজ, এই তথাকথিত সভ্যতা থেকে-
তা না হলে তার আগেই এই সমাজটাকে অচ্ছুৎ ঘোষণা করে ভাগাড়ে আছড়ে ফেলবো।
.
ছদ্মবেশী মাতাল তরুণীরা অনায়াসেই তরুণদের প্রেমিকা থেকে পত্নি,
উপপত্নি হয়ে - রাণীর মর্যাদা পেয়ে যাচ্ছে;
ঘোষখোর,বেশ্যার দালাল,পাচারকারী,মাতাল,পা চাটা কিছু
কুত্তাকেও হার মানানো কিছু ভ্রষ্ট তরুণের ঠোঁটে ঠোঁট রেখে-
সুখ খুঁজে চলেছে শহরের নিস্পাপ তরুণীরা!
ঘৃণা করি ওই ছদ্মবেশী মাতাল তরুণীদের,
ওদের ঘেন্নাকর মুখোশ ছিড়ে সত্যিকার বীভৎস মুখটা দেখানো হবে আপনাদের।
সবগুলো নষ্টভ্রষ্ট তরুণকে হত্যা করা হবে নাৎসী গিলোটিনে।
শয়তানের প্রতি যে তিল পরিমাণ দরদ দেখাবে
শয়তানের কষ্ট দেখে যে কাঁদবে,
শয়তানের মনের অন্ধকারকে যার আলো মনে হবে-
তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদন্ড!
.
নষ্টদের এই ফালতু আইনকে ভেঙে চুরমার করে দিবো,
এর প্রতিটি ইশতেহার,প্রতিটি ধারা-উপধারা,শব্দ,বাক্য,
হাইফেন কে বর্জন করতে হবে পুরোপুরি।
নতুন আইনের দৃঢ় ভিতের উপর বিচার বিভাগ যতদিন না
দাড়াবে,যতদিন একটি মনের কোণেও শয়তানের লোভনীয় অন্ধকার
থেকে যাবে,ততদিন পর্যন্ত এই পৃথিবীতে
আর একটিও ফুল ফুটবেনা,
একটি বীজও অঙ্কুরিত হবেনা,
চোখের সামনে-
সবগুলো পাখি ক্ষুৎপিপাসায় তড়পাতে তড়পাতে মরবে।
ততদিন আর কোন কবি লিখবেনা একটিও শুদ্ধতার কবিতা,
তাঁদের মগজে কিলবিল করবে পোকা,
তাঁরা নষ্টভ্রষ্ট থেকে যাবে - এবং
নষ্ট করে যাবে অজস্র সভ্যতা।

৩০শে সেপ্টেম্বর ২০১৭ইং।
শহীদুল্লাহ্ হল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি খুব চমৎকার কবিতা লেখেন। সাহিত্যিক মানদন্ড খোঁজার মত বোকা পাঠক আমি নই। আমি পড়ে, আবৃতি করে আনন্দ পেলেই হলো।

শুভ কামনা রইল।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০

রেজাউল করিম সাগর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! আনন্দ দিতে পেরে খুবই তৃপ্তি লাগছে। সাহিত্যিক মানদন্ড আমিও ভালো বুঝিনা। পড়ে ভালো লাগলেই তো সেটাকে ভালো বলে দেই। মন্তব্য করে প্রাণিত করার জন্য আবারও ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার! চমৎকার!!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!

ভালো থাকুন অনেক। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.