নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

শহরবন্দী ক্লান্তিগুলো

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০৯



পশ্চিমাকাশে সূর্যটা মিশে গেলে পর -
এক গাঢ় বিষাদ দানা বাধতে শুরু করে,
ক্রমশ একটি দুটি তিনটি করে এসে জড়ো হয় অজস্র স্মৃতির পলি,
মেঘের কপালে রক্তিম সিঁদুর আর লাল লেজওয়ালা ঘুড়ি যেন,
যেন আমাকেই হত্যা করে আকাশে রক্ত ছিটিয়ে দেয়,
সে রক্তে স্নান করে করে শুক্লা দ্বিতীয়ার হলুদাভ চাঁদটা হঠাৎ
ফেরারি হয়ে যায়।
মোটরগাড়ির চিৎকার,নির্মানাধীণ ভবনের নিচে মৃত্তিকার আর্তনাদ,
বায়ব-জলজ বাতাস,কান পেতে শোনা
কিছু ঝমঝম বিলাপ,
ভেঙেচুড়ে দিতে থাকে হৃদয়ের ভূগোল,
হৃদয় হাতড়ে বেড়াই শুধু, কোথায় অক্ষাংশ,কোথায় দ্রাঘিমা!

স্ট্রিটল্যাম্প জ্বলে উঠে, মনে হয় অনেক জন্ম আগে পৃথিবীর
আগুন-সভ্যতাকেই তা যেন নিয়ত কুর্নিশ করে যাচ্ছে,
তবুও আমি পৌরাণিক জঙ্গলের মত বাড়তে থাকা শহুরে
স্কাইক্রেপারগুলোকে দুচোখে ভষ্ম করে দিতে চাই,
আমি অর্জুন নই তবু সুনিপুণ তীরন্দাজ বেশে বিদ্ধ করে চলি
আকাশের চাদোয়াতে সূর্যের মত ঝুলন্ত আমার হৃদয়।
নীড়ে ফেরা পাখি এভাবে বারবার ফিরে ফিরে ক্লান্ত হয়,
শহুরে যন্ত্রদানব ক্লান্তি কাটাতে গোগ্রাসে গিলে নেয় গরীব বস্তি,
একজন দিনমজুর দিব্যি চা-সিগারেট সাবাড় করে
ক্লান্তির কুলখানি করতে জানে
অথচ এই আমি কেন জানি,
কি করে যেন,ক্রমশ ক্লান্তির ফাঁসিতে ঝুলে যাচ্ছি,
বিদ্ধ হচ্ছি ক্লান্তির ছোরায়।
এবং সৎকারহীন পরে আছি জঞ্জালভরা ডাস্টবিনের দূর্গন্ধকে গায়ে জড়িয়ে,
চাদরের মত ,আশ্রয়ের মত,
শুধুই একটি ফসিল হবার অপেক্ষায়!
২৪-১০-১৭
শহীদুল্লাহ্ হল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল আপনার লেখাটি।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

রেজাউল করিম সাগর বলেছেন: অসংখ্য ধন্যবাদ,অনেক ভালো থাকবেন!

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৫

পিয়াস মাহমুদ জিসান বলেছেন:
স্ট্রিটল্যাম্প জ্বলে উঠে, মনে হয় অনেক জন্ম আগে পৃথিবীর
আগুন-সভ্যতাকেই তা যেন নিয়ত কুর্নিশ করে যাচ্ছে,
তবুও আমি পৌরাণিক জঙ্গলের মত বাড়তে থাকা শহুরে
স্কাইক্রেপারগুলোকে দুচোখে ভষ্ম করে দিতে চাই ।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

রেজাউল করিম সাগর বলেছেন: আপনিও কি তাই চান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.