নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

অভিমান

১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৩

অনেক কথা বলার ছিলো,হয়নি বলা
অনেক দূরে তোমার সাথে হাটতে গেছি
তুমি হঠাৎ অভিমানের ধুলোর সাথে,
হাওয়া হয়ে মিলিয়ে গেলে!
কোথায় পাবো তোমার হদিশ,বলতে পারো!
তোমায় ছুঁয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন বোনা হয়নি আজো
তোমার চোখে অন্ধকারেও হয়নি দেখা লক্ষ ফানুশ!
তোমার মুখের কথা নিয়ে তুমি যেনো ওমনি বাজো!
যেমন করে জাকির হোসেন,জর্জ হ্যারিসন
দেখায় তাঁদের তেলেসমাতি!
তেমনি ভাবেই মনের তারে তুমি আমার নিত্য বাজো!
রাগ-রাগিনী,আধুনিকেও পাইনি তোমায় আধুনিকা
রক মেটাল আর ফোক গানে যে মরছি ঘুরে-
সত্যি পাবো ! সত্যি বলো, পাবো!
অভিমানের খেয়া তোমার আর কতদূর ভাসবে জলে,
কেমন করে টানলে কাছে অভিমানের পাথর গলে!
তুমি ছিলে প্রাচীন যুগের চন্দ্রাবতী,
আমিও এক ভারতীয় চর্যাকবি!
পদ লিখেছি তোমায় নিয়ে,
এখন আমি তোমার তরে সাজাই আমার নতুন ভাষা!
আধুনিকের পঙক্তিতে তোমায় পাবো,
জড়িয়ে তোমার রাগ ভাঙাবো ,
আমার বুকে মাথা পেতে তুমিও তোমার স্বপ্ন খুঁজো-স্বর্গবাড়ি!!
আমি কেনো মনের ভেতর বইছি কেবল অবহেলার মোহন ব্যাধি!
অমনি হঠাৎ মরে গেলে লক্ষিসোনা ভুলতে বসো,
মনের ভেতর জমাট ব্যথা চেপে রেখে আর কেঁদোনা!
দোহাই তোমার!

" অভিমান "
রেজাউল করিম

২০-০৮-১৭
কার্জন হল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখুন।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

রেজাউল করিম সাগর বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.