![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
শূন্য হৃদয়ে হাহাকার জাগে কে যেন নেই পাশে
কার হাসিমুখ, কার ভালোবাসা জেগে থাকে নিশ্বাসে,
ছিন্ন স্বপ্ন, হতাশ হৃদয় সম্মুখে পথ নাই খোলা ,
আজও আমাকে তোমার স্বপ্ন দিয়ে যায় মনে দোলা।
.
সহসা ঘৃণায় ভেঙেচুড়ে যায় স্মৃতি যা ছিলো সবই,
নিষ্ঠুর তুমি, অবহেলা করে বলেছিলে আমায় কবি,
প্রেমের আবেগ ভেঙেচুড়ে দিয়ে হেসে হেসে কবি বলা,
জানি এ তোমার নিপুণ অভিনয়, নতুন ছলাকলা।
.
ছলনাময়ী শোনো,
তুমি নেই তাতে পৃথিবী আমার জেগেছে নতুন রূপে,
কুয়োর ব্যাঙ নই, থাকবো শুধুই বসে অন্ধকূপে।
তুমি জেগে থাকো অহমে আড়াল করে রাখা সৈকতে,
দেখতে পাবেনা সাগরের ঢেউ, তোমার চলার পথে।
.
একের জন্য থাকেনা থেমে জীবনের পথে চলা,
কারো চোখে চোখ, না থাকলে তবু থামেনা কখনো,
হৃদয়ের কথাটি বলা।
জানিনা তুমি আছো কিনা ভালো, জানতে চাইনা কিছু,
শুধু বলে রাখি তোমার স্মৃতিরা যেন করেনা আমায় পিছু।
১৫-০৪-১৮
২রা বৈশাখ ১৪২৫বাংলা
শহীদুল্লাহ্ হল
১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
হাবিব বলেছেন: বেঁচে থাক ভালোবাসা ও ভালোবাসার মানুষ
২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৪
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লেগেছে।
২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৫
রেজাউল করিম সাগর বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দ পেয়েছি।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৬
নার্গিস জামান বলেছেন: ভালো
২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৫
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ
৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২২
ওমেরা বলেছেন: কবিতা না লিখলেই তাহার কথা জানিত না কেউ কিছু।
গোপন ব্যাথা প্রকাশিত হল কবিতার ভাষায়।
মুখে যত যাই বলেন, বুকে আপনার তাহারই নাম আকাঁ।
২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৬
রেজাউল করিম সাগর বলেছেন: ব্যাথা প্রশমিত হয়ে হয়ে স্থিমিত হয়ে যাবে। ধন্যবাদ , সুন্দর মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।